এন.আবছার আজাদঃ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১১ মাইল নামক স্থানে বাসের নিচে চাপা পড়ে মাওলানা শুয়েব নামের এক মাদরাসার শিক্ষক নিহত হয়েছেন। তার বাড়ি মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের শিকদার পাড়া গ্রামের মৃত জমির উদ্দীনের পুত্র। তিনি চট্টগ্রামের শাহ ওয়ালিউল্লাহ মাদরাসার শিক্ষক।
জানাযায়- তিনি চট্টগ্রামের হাটহাজারী ১১ মাইল নামক স্থানে ১০০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎ কেন্দ্রের সামনে বাস থেকে নামার সময় অসতর্কতাবশত পিছনের আরেকটি বাসের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলে নিহতের দেহ থেকে মাতা আলাদা হয়ে যায়।