পটুয়াখালীর মহিপুরে নসিমনের নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু
আসাদুল্লাহ হাসান মুসা,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- পটুয়াখালীর মহিপুরে নলকূপের পাইপ বোঝাইবাহী নসিমন উল্টে চাপা পড়ে মিনারা বেগম (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মহিপুর থানার ধূলাসার ইউনিয়নের চরচাপলী গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গৃহবধূ সকালে থালা বাসন ধৌঁত করার জন্য বাড়ির পাশের পুকুর ঘাটে বসেছিলেন। এসময় পাশের রাস্তা দিয়ে নলকূপের পাইপ বোঝাই নসিমন উল্টে তার গায়ের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান গৃহবধূ। পরে স্থানীয়রা পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করেন।
স্থানীয় বাসিন্দা ছগির হাওলাদারের স্ত্রী নিহত মিনারা বেগমের ফারজানা (৮) ও সাইমুন (৫) নামের দু’টি সন্তান রয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসেছি। নিহত মিনারা বেগমের পরিবারের কোন অভিযোগ নাই। তাই ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের সিদ্ধান্ত নিয়েছে পরিবার।