সারাদেশ

কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন দেয়ার অভিযোগ

আসাদুল্লাহ হাসান মুসা,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- পটুয়াখালীর কলাপাড়ায় কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

 

কাফি নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই ঘটনার কথা জানিয়েছেন। তিনি জানান, রাত ২টার দিকে তার মা-বাবাসহ পরিবারের ছয় সদস্য ঘরের ভেতরে ছিলেন, তখন বাইরে থেকে দরজা আটকে আগুন ধরিয়ে দেওয়া হয়।

 

কাফির বাবা মাওলানা মো. এবিএম হাবিবুর রহমান জানান, আগুন লাগার সময় তারা সবাই ঘুমিয়ে ছিলেন। ধোঁয়া টের পেয়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসে এবং সবাইকে নিরাপদে বের করে আনে। তবে কাফি নিজে বাড়িতে ছিলেন না।

 

সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. ইলিয়াস হোসেন বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

 

এ বিষয়ে কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিক তদন্ত চলছে। তবে এখনো ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,