কমলগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

জায়েদ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে দের শতাধিক অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে প্রেসক্লাব মিলনায়তনে এ কম্বল বিতরণ করা হয়।ক্লাবের আহব্বায়ক এমএ ওয়াহিদ রুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন।
মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে দের শতাধিক অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে প্রেসক্লাব মিলনায়তনে এ কম্বল বিতরণ করা হয়।ক্লাবের আহব্বায়ক এমএ ওয়াহিদ রুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন।
প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ছাব্বির এলাহীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল ও বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক আনকার আলী। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের আহব্বায়ক কমিটির সদস্য সালাউদ্দিন শুভ, নির্মল এস পলাশ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, সাংবাদিক পিন্টু দেবনাথ, আশরাফ সিদ্দিকী পারভেজ, মো. জালাল চৌধুরী প্রমুখ।