কেরানীগঞ্জের ভাড়ালিয়ায় দেড় কোটি টাকার খাস জমি উদ্ধার

কেরানীগঞ্জের ভাড়ালিয়া মৌজার ১নং খাস খতিয়ানের আরএস ২০ নং দাগে অবস্থিত ১৩ শতাংশ সরকারি জমি দখলদারদের হাত থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) মনিষা রানী কর্মকার এবং পুলিশের সহযোগিতায় এই উদ্ধার অভিযান পরিচালিত হয়। অভিযানে ভূমি অফিসের সার্ভেয়ার আফজাল হোসেন ও নাজির রাজিব দত্তও উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার মনিষা রানী কর্মকার বলেন, “কেরানীগঞ্জের বিভিন্ন খাস জমি বেদখল হয়ে আছে। সেসব জমি চিহ্নিত করে নিয়মিত উদ্ধার অভিযান চালানো হচ্ছে। আজকের অভিযানে ভাড়ালিয়া মৌজার ১৩ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।” এছাড়া, উদ্ধার করা জমির ওপর লাল নিশান টানিয়ে দখলমুক্ত ঘোষণা করা হয়।