গাজীপুরের কালিগঞ্জে নেশাগ্রস্ত বাবার নির্মম নির্যাতনের শিকার ৪ বছরের মাহিন

গাজীপুরের কালিগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের বান্দাখোলা দক্ষিণ রাজনগরের ৪ বছর ৫ মাস বয়সী শিশু মাহিন তার বাবার অমানবিক নির্যাতনের শিকার হয়েছে। শিশুটির বাবা রুবেল নেশাগ্রস্ত অবস্থায় তাকে নির্মমভাবে মারধর করেছে, এমন কোনো জায়গা নেই যেখানে আঘাত করা হয়নি।
মাদকের ভয়াবহতা দিন দিন সমাজের জন্য হুমকি হয়ে উঠছে। আমরা একটি মাদকমুক্ত সমাজ চাই এবং কালিগঞ্জকে দ্রুত মাদকমুক্ত করতে হবে।
জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখা মাহিনের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে। শিশুটির বাবা রুবেলকে আইনের আওতায় আনতে ইতোমধ্যে থানায় অভিযোগ করা হয়েছে, এবং তাকে দ্রুত গ্রেফতারের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।
মাদক নির্মূল এবং শিশু নির্যাতনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে, যাতে ভবিষ্যতে এমন নির্মম ঘটনা আর না ঘটে।