নালিতাবাড়ীতে ঘুরতে এসে নদীতে ডুবে দুইজনের মৃত্যু

নালিতাবাড়ী(শেরপুর)প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাটা দর্শনীয় স্থানে ঘুরতে এসে ভারত সীমাঘেঁষা ভোগাই নদীতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে এই ঘটনাটি ঘটে। বিকেলে ডুবুরী দল এসে দুজনের লাশ উদ্ধার করে।
শিক্ষার্থীরা হলো-ময়মনসিংহ সদরের হুমায়ুন কবিরের সন্তান সপ্তম শ্রেণিতে পড়ুয়া এসএম সাজিদ(১৩)। অপরজন হালুয়াঘাটের আহমদ আলীর পুত্র কলেজ পড়ুয়া শিক্ষার্থী ইফতেখারুল করিম নিহান(১৯)। সম্পর্কে তারা মামাতো ফুপাতো ভাই।
জানাগেছে,হালুয়াঘাট উপজেলায় মামাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে সাজিদ বেড়াতে আসে। সেখান থেকে আজ শনিবার দুপুরে বন্ধুবান্ধবদের সাথে নিয়ে নালিতাবাড়ী উপজেলার সীমান্তঘেঁষা দর্শনীয় স্থান পানিহাটায় ঘুরতে আসে। এসময় তারা চারজন মিলে ভোগাই নদীতে নেমে ছবি তুলে । নদীতে কোথাও হাটুপানি কোথাও অনেক গভীর। তারা ছবি তোলার সময় একজন চোরা বালিতে পড়ে নিচের দিকে চলে যাচ্ছিলো। অপরজন তাকে উদ্ধার করার সময় সেও নিচের দিকে চলে যায়। অন্যদুজনের চিৎকারে স্থানীয় লোকজন আসলেও তাদের উদ্ধার করতে পারেনি। পড়ে ফায়ার সর্ভিসকে খবর দিলে জামালপুর থেকে ডুবুরী এসে বিকালে দুজনের লাশ উদ্ধার করে।
ফায়ার সার্ভিস জামালপুর ইউনিটের লিডার মো.সিদ্দিকুর রহমান বলেন,খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে নদী থেকে ২০ মিনিটের মধ্যে দুজনের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।