সারাদেশ

পাইকগাছায় বিভিন্ন বিদ্যালয়ের ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ

এম জালাল উদ্দীন:

 

পাইকগাছায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে পৌরসভারসরল ৪নং ওয়ার্ডস্থ শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা সেলিনা পারভীন এর সভাপতিত্বে ফলাফল প্রকাশ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সহকারী শিক্ষা অফিসার ঝংকার ঢালী, ইউআরসি ইন্সট্রাক্টর ঈমান উদ্দিন। এসময়ে সহকারী শিক্ষিকা শিল্পী পারভীন, সাধনা সরকার, শিবপদ সরদার, পাপিয়া সুলতানা, সুরাইয়া ইয়াসমিন, প্রিয়াঙ্কা মিস্ত্রী ও রেশমা খাতুন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

 

অপরদিকে লস্কর আলমতলা সপ্রাবিতে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী তে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ রায়, সাবেক সভাপতি মোঃ আঃ সবুর সানা, আবুল হোসাইন, শিক্ষক শহিদুজ্জামান, রাবেয়া সুলতানা, জেসমিন আক্তার প্রমুখ। খড়িয়া মিলন বিথী সপ্রাবি, গোয়াল বাড়িয়া সপ্রাবি, পূর্ব খড়িয়া আদর্শ সপ্রাবি ও পল্লী মঙ্গল সপ্রবি তে ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ উপজেলা শিক্ষা কর্মকর্তা দেবাশীষ দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সোলাদানার ভিলেজ পাইকগাছা সপ্রাবি ও পাইকগাছা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সুধীবৃন্দ, অভিভাবক বৃন্দ সহ কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড-আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, প্রত্যেক বাবা-মাকে উদ্দেশ্যে করে তিনি বলেন সুশিক্ষায় শিক্ষিত করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সন্তানকে স্কুলে পাঠাবেন, আপনাদের ছেলে-মেয়ে স্কুল থেকে বাসায় যাওয়ার পরে শিক্ষক মহোদয় কি পড়াশোনা করালো সেটা নিয়ে সন্তানের সাথে আলোচনা করবেন। মনে রাখতে হবে প্রাথমিক বিদ্যালয় যে ভীত তৈরি ও মজবুত হয় সেটা শিক্ষার্থীর সারা জীবনের সঞ্চয়।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং