সারাদেশ

ফেনীর পরশুরামে দুবলাচাঁদ জামে মসজিদ কমিটির উদ্যেগে বেড়িবাঁধ মেরামত।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্থ ৫ মাস পরেও মেরামত না করায় দুবলাচাঁদ জামে মসজিদ কমিটির উদ্যেগে বেড়িবাঁধ মেরামত করার উদ্যেগ গ্রহন করা হয়।৪ ডিসেম্বর সকালে মরহুম নন্তু মিয়া চৌধুরীর পুরাতন বাড়ির মহুরি নদীর বেড়িবাধঁ সংলগ্ন মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই বেড়িবাঁধ মেরামত করার কাজ উদ্বোধন করা হয়।এই সময় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং প্রচার সম্পাদক মামুনুর ইসলাম চৌধুরীর সঞ্চালনায় মসজিদ কমিটির সভাপতি কামাল উদদীন মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত ওসি নুরুল হাকিম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম কবি শামসুন নাহার মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খোরশেদ আলম,বিশিষ্ট সমাজ সেবক আবদুল আদুদ চৌধুরী,জেলা ছাত্র দলের দপ্তর সম্পাদক আবু তালেব রিপন,সদস্য আবদুর রহমান সোহাগ প্রমুখ।মসজিদ কমিটির স্থানীয় লোকজন এবং প্রবাসীদের আর্থিক সহযোগিতায় এই বেড়িবাঁধ মেরামতের কাজ আরম্ভ হয় পরশুরাম পৌরসভার দুবলাচাঁদ সমাজের মরহুম নন্তু মিয়া চৌধুরীর পুরাতন বাড়ি সংলগ্ন মুহুরী নদীর পুরাতন বেড়িবাঁধ বন্যায় ভাঙ্গনের কারনে ১ নং ও ২ নং ওয়ার্ডের প্রায় ৬টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়।এতে ৫ শত পরিবার নিঃস্ব হয়ে যায়।দীর্ঘদিন অপেক্ষা করার পরেও সরকারের পক্ষ থেকে কোন পদক্ষেপ না নেওয়া স্থানীয় জনগণ খুবই হতাশ।এমতাবস্থায় বেড়িবাঁধ সংস্কার করা খুবই জরুরী।স্থানীয় সরকার এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করার পরও আশানুরূপ কোনো প্রতিশ্রুতি পাওয়া যায়নি বিধায় দুবলাচাঁদ জামে মসজিদের কার্যকরী কমিটি ও সমাজ বাসির ব্যক্তিগত উদ্যোগে বেড়ীবাধঁ সংস্কারের কাজ আরম্ভ করে।এই সময় আরও উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।মিলাদও দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের খতিব আবদুল মতিন।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং