বাগেরহাটে সাংবাদিকের বাড়িতে চুরি, স্বর্ণালংকার লুট

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি।
বাংলা টিভি ও দৈনিক মানবকণ্ঠের বাগেরহাট জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল ইমরানের বাড়িতে দুর্ধর্ষ চুরি ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে।
বুধবার (২৫ ডিসেম্বর) রাতের কোন এক সময় কচুয়া উপজেলার মঘিয়া রাজবাড়ীতে ইমরানের বসত ঘরের গ্রিল ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে দূর্বৃত্তরা। এসময় আলমারি ভেঙ্গে ৩ ভরি স্বর্ণালংকার লুট করে নেয় চোরেরা।
সাংবাদিক আব্দুল্লাহ আল ইমরান বলেন, গ্রামের বাড়িতে আমার বাবা-মা ও ছোট ভাইয়ের স্ত্রী থাকেন। ছোট ভাই সিঙ্গাপুর ও আমি পরিবার নিয়ে বাগেরহাটে থাকি। ছোট ভাইয়ের স্ত্রী বাড়িতে না থাকায় বুধবার আমার বা-মা রাতের খাবার খেয়ে তাদের কক্ষে ঘুমিয়ে ছিলেন। রাতের কোন এক সময় তারা বাড়ির দক্ষিণ পাশের গ্রিল ভেঙে ভিতরে প্রবেশ করে। এ সময় তারা দেশিও অ’স্ত্র দিয়ে আলমারি ভেঙ্গে ভিতরে থাকা ২ জোড়া স্বর্ণের কানের দুল, ১টি চেইন ও ৩টি আংটি নিয়ে যায়। যার ওজন তিন ভরি ও বাজার মূল্য আনুমানিক তিন লক্ষ টাকা হবে। তদন্তপূর্বক চোরদের শনাক্ত করে আটকের দাবি জানান এই সংবাদকর্মী।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশেদুল ইসলাম বলেন, চুরির ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে।