বানারীপাড়ার সলিয়াবাকপুর ইউনিয়নের সবচেয়ে বয়োবৃদ্ধ সাবেক চেয়ারম্যান মিন্টুর বাবার ইন্তেকাল

মোঘল সুমন শাফকাত,বানারীপাড়া প্রতিনিধি :
বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব জিয়াউল হক মিন্টুর বাবা মোহাম্মদ রজ্জব আলী হাওলাদার ( ১১৫) বার্ধক্যজনিত কারণে গত ২৪ ডিসেম্বর রাত ২.০৭ মিনিটে বেতাল গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তিনি চার পুত্র, তিন মেয়ে, নাতি- নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।মোঃ রজ্জব আলী হাওলাদার বন্দর বাজারের একজন ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে সুখ্যাতি অর্জন করেছিলেন।তার মৃত্যুতে বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ,উপজেলা ও পৌর জামাতে ইসলামী নেতৃবৃন্দ, উপজেলা ও পৌর ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন,বানারীপাড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।২৪ ডিসেম্বর বিকাল ৪:৩০ মিনিটে বাকপুর ঈদগাহ ময়দানে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।