বিজয় দিবস উপলক্ষে আশা নাচনাপাড়া’র ফ্রি মেডিকেল ক্যাম্প

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে আশা এনজিও’র উদ্যোগে সারাদেশের ন্যায় বরগুনার পাথরঘাটার নাচনাপাড়া আশা স্বাস্থ্য সেবা কেন্দ্রে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৭ডিসেম্বর) সকাল ১০টায় আশা নাচনাপাড়া স্বাস্থ্যসেবা কেন্দ্রে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন আশা নাচনাপাড়া স্বাস্থ্যসেবাকন্দ্রের সিনিয়র বি.এম মো: ওয়ালিউল্লাই।
দিন ব্যাপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি ফিজিওথেরাপি সেবা, ডায়াবেটিস পরীক্ষা বিনামূল্যে ঔষধ বিতরণ এবং ৫ থেকে ১৬ বছর বয়সী কিশোর কিশোরীদের বিনামূল্যে কৃমিনাশক ঔষধ খাওয়ানো সহ সেবা নিতে আসা রোগীদের খাবারের ব্যবস্থা করা হয়।
আশা নাচনাপাড়া স্বাস্থ্যসেবা কেন্দ্রের চিকিৎসক শুভ্রজ্যোতি বিশ্বাস এর নেতৃত্বে একটি স্বাস্থ্য সেবা মেডিকেল টিম দিনভর এলাকার গরীব অসহায় রোগীদের মাঝে স্বাস্থ্য সেবা প্রদান করে থাকেন।
জানা গেছে, আশা কর্পোরেট সোশাল রেস্পন্সিবিলিটি (CSR) কার্যক্রমের আওতায় বছরে কয়েক লাখ মানুষকে স্বাস্থ্য, শিক্ষা, ত্রাণ, শীত, বস্ত্র, স্যানিটেশন ইত্যাদি সেবা প্রদান করে আসছে। যার অর্থ সংস্থার উদ্বৃত্ত তহবিল থেকে যোগান দেওয়া হয়।