বোনের বাড়িতে গিয়ে নিজ গ্রামে ফেরা হলোনা শিশু ইব্রাহিমের

জাহিদুল ইসলাম জাহিদ স্টাফ রিপোর্টার,জয়পুরহাট।
বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নিজ বাড়িতে ফেরা হলোনা গ্রামতলা গ্রামের শিশু ইব্রাহিমের (১০) । এ ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।
আজ শুক্রবার দুপুরে জয়পুরহাটের কালাই উপজেলার এবং বগুড়ার শিবগঞ্জ উপজেলার সিমান্ত এলাকায় ট্রাক ও অটোভ্যান সংঘর্ষে কালাই উপজেলার গ্রামতলা গ্রামের এরশাদুল হক কানুর ছেলে ইব্রাহিম ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় নিহতের ফুফাতো ভাই শিবগঞ্জ উপজেলার গাংগইট গ্রামের এক শিশুকে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক ট্রাকসহ ড্রাইভারকে আটকে রাখে। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে।
প্রত্যক্ষদর্শী এবং নিহতের প্রতিবেশীর থেকে জানাযায়, শুক্রবার বাড়িতে না জানিয়েই অটোভ্যান চালকসহ ৩ জন নিহত শিশু ইব্রাহীমের চাচাত বোনের বাড়ি টাংগইট গ্রামে বেড়াতে যায়। জুম্মার নামাযের আগে গাংগইট গ্রামের নিহতের ফুফাতো ভাইসহ চারজন ওই অটোভ্যানে করে গ্রামতলা গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়।
ইতিমধ্যে ভ্যানটি গ্রাংগইট গ্রামের রাস্তার মাথায় পৌঁছায়। এমতাঅবস্থায় মোসলেমগঞ্জ টু কিচক রাস্তা দিয়ে একটি ফিটনেসবিহীন দ্রুতগামী ট্রাক, কিচকের উদ্দেশ্যে যাওয়ার পথে গাংগইটের রাস্তা থেকে ওই অটোভ্যান মোসলেমগঞ্জ টু কিচক রাস্তায় ওঠতে গেলেই ভ্যানগাড়িটি ওই ট্রাকের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই শিশু ইব্রাহিম নিহত হয়। এবং অপর একজনকে আশংকা জনক অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। এছাড়াও ভ্যানচালক ও ভ্যানে থাকা অপর আরেকজন আহত হয়েছে।