লক্ষ্মীপুরের তেওয়ারিগঞ্জে এ্যানি চৌধুরীর শীতবস্ত্র বিতরন

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
রবিন হোসেন তাসকিন
লক্ষ্মীপুরে সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র যুগ্ম-মহাসচিব,জেলা বিএনপি’র আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির পক্ষ থেকে তেওয়ারীগঞ্জ ইউনিয়নে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরন করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপি নেতা সিরাজ উদ্দিন মিয়ার উদ্যোগে ধর্মপুর গ্রামের সিরাজ মিয়ার বাড়িতে এ শীতবস্ত্র কম্বল বিতরন হয়।
এ সময় শীতবস্ত্র বিতরণ-কালে উপস্থিত ছিলেন সদর পূর্ব বিএনপির সদস্য সচিব মোখলেছুর রহমান হারুন,সদর উপজেলা বিএনপি’র সদস্য ও মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মাস্টার দিদার হোসেন,সদর পূর্ব কৃষকদলের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি হাজী দুধা মিয়া,সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সাত্তার খোকন,দপ্তর সম্পাদক দিদার ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক ওমর ফারুক, জেলা কৃষক দলের সহ-সভাপতি হাসান মাহমুদ ফয়সাল, ইউনিয়ন যুবদল নেতা হারুনুর রশিদ প্রমূখ।
এ সময় তেওয়ারীগঞ্জ ইউনিয়ন বিএনপিকে শক্তিশালী করার লক্ষ্যে আলোচনা সভা করা হয়,এবং শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানায় উপস্থিত বক্তারা।