সারাদেশ

শাহরাস্তিতে বিজয়পুর স্টুডেন্ট ফাউন্ডেশনের স্কলারশিপ এক্সামিনেশন পরীক্ষা অনুষ্ঠিত

হাসান আহমেদ।
শাহরাস্তিতে বিজয়পুর স্টুডেন্ট ফাউন্ডেশনের স্কলারশিপ এক্সামিনেশন ২০২৪ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর শনিবার সকাল ১০টা বিজয়পুর উচ্চ বিদ্যালয় ও বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।  ফাউন্ডেশন সূত্রে জানায় প্রতিবছরের ন্যায় শাহরাস্তিতে বিজয়পুর স্টুডেন্ট ফাউন্ডেশনের স্কলারশিপ এক্সামিনেশন পরীক্ষা অনুষ্ঠিত হয়।  এবছর  ৬০ টি  বিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে তৃতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ১ হাজার ৪৬ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেন। পরীক্ষায় ৮শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহরাস্তি উপজেলা শাখার আমির মোঃ মোস্তফা কামাল, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আলী আজগর মিয়াজী, ফাউন্ডেশনের সবেক পরিচালক বিশিষ্ট সাংবাদিক হাসান আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ। হল সচিবের দায়িত্ব পালন করেন বিজয়পুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শাহাজান,সহকারী হল সচিব ছিলেন মোঃ আক্তার হোসেন, বিজয়পুর স্টুডেন্ট ফাউন্ডেশন এর পরিচালক মোঃ আবু সাঈদসহ কমিটির নেতৃবৃন্দ।  দীর্ঘ সময় পরীক্ষার্থীদের অভিভাবক অপেক্ষা থাকায় অভিভাবকদের মাঝে পানি ও টিফিন বিতরণ করেন,পরীক্ষা পরিচালক কমিটির আহ্বায়ক মোঃ মাহবুব আলম।
 সংগঠন নেতৃবৃন্দরা জানান

২০১২ সাল থেকে বিজয়পুর স্টুডেন্ট ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। সেই থেকে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে করে শিক্ষার মান উন্নয়নে অনেক বৃদ্ধি হয়েছে। আশা করি আগামী দিনে শিক্ষার মান উন্নয়ন আরো বাড়বে। এছাড়াও বিজয়পুর স্টুডেন্ট ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে থাকেন।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং