শ্যামনগর কাশিমাড়ী জাতীয়তাবাদী কৃষক দলের সমাবেশ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কাশিমাড়ী ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে শুক্রবার বিকালে কাশিমাড়ী ইউপি চত্তরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবির। কাশিমাড়ী ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মোঃ ইয়াছিন আলমের সভাপতিত্বে কৃষক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড.আব্দুস সালাম, কেন্দ্রিয় কৃষক দলের সদস্য কামরুজ্জামান বকুল, উপজেলা কৃষকদলের সদস্য মোহাম্মদ নুরুজ্জামান আবেগ, উপজেলা কৃষকদলের সদস্যসচিব আবু বক্কর সিদ্দিক সহ উপজেলা,ইউনিয়ন কৃষকদলের নেতৃবৃন্দ প্রমুখ।