সারাদেশ

হবিগঞ্জে প্রেসক্লাব সংস্কারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন।

প্রসেন সরকার নবীগঞ্জ (হবিগঞ্জ)

হবিগঞ্জ প্রেসক্লাবের কার্যক্রমে দীর্ঘদিন ধরে স্বেচ্ছাচারিতা, অনিয়ম এবং একটি বিশেষ গোষ্ঠীর প্রভাব থাকার অভিযোগ এনে প্রেসক্লাব সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন হবিগঞ্জে কর্মরত সাংবাদিকরা। তারা প্রেসক্লাবকে একটি মুক্ত, নিরপেক্ষ এবং সক্রিয় পেশাগত সংগঠন হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

সাংবাদিকদের উত্থাপিত দাবিগুলো—যেমন প্রেসক্লাবের সদস্যপদে অনিয়ম দূর করা, অবৈধ নেতৃত্বের অবসান, এবং সিদ্ধান্ত গ্রহণে সুশাসন ও সমতাভিত্তিক অংশগ্রহণ নিশ্চিত করা—এই সবই প্রেসক্লাবকে একটি কার্যকর পেশাগত সংগঠন হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয় শর্ত।

মানববন্ধনে অংশগ্রহণকারী বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা তাদের তুলনামূলক আন্তর্জাতিক মানের সাংবাদিকতার জন্য একটি স্বাধীন এবং নিরপেক্ষ প্ল্যাটফর্ম নিশ্চিত করার লক্ষ্যে একত্রিত হয়ে কাজ করছেন এ ক্ষেত্রে প্রেসক্লাবের বর্তমান অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতি দূর করে পুনর্গঠন ও সংস্কার না করা পর্যন্ত আগামী কার্যকরী কমিটিকে দায়িত্ব গ্রহণ করতে দেওয়া হবে না বলেও হুশিয়ারি দেন এবং সংস্কার কমিশন গঠনের আহবান জানান।

পরে আগামীকাল মঙ্গলবার প্রেসক্লাবের সামনে অবস্থান নেওয়ার কর্মসুচি ঘোষণা করা হয়।

দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সহিবুর রহমানের সভাপতিত্বে ও দীপ্ত টিভির হবিগঞ্জ প্রতিনিধি আখলাছ আহমেদ প্রিয়’র পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- এখন টেলিভিশন ও খবরের কাগজের জেলা প্রতিনিধি কাজল সরকার, দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি মীর আব্দুল কাদির, দৈনিক বাংলাদেশ সমাচারের আব্দুল হান্নান চৌধুরী টিপু, দৈনিক আমার বার্তার সিরাজুল ইসলাম জীবন, মাই টিভির নিরঞ্জন গোস্বামী শুভ, দেশ টিভির আমীর হামজা, এশিয়ান টিভির জাহাঙ্গীর রহমান, আনন্দ টিভির শাহাউর রহমান বেলাল, চ্যানেল এস-এর মোঃ আলফু মিয়া, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি মোহাম্মদ শাহ আলম, দৈনিক প্রভাকরের বার্তা সম্পাদক রুবেল মিয়া, তরফ বার্তার বার্তা সম্পাদক জাহেদ আলী মামুন, হবিগঞ্জের বাণীর ভারপ্রাপ্ত সম্পাদক মিজানুর রহমান, দৈনিক জনতার জেলা প্রতিনিধি ডা. শেখ এমএ জলিল, দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি আব্দুল মহিন শিপন, দৈনিক সকালের সময় জেলা প্রতিনিধি আব্দুর নূর, বিজয় প্রতিধ্বনির ইমরান আহমেদ, প্রতিদিনের কাগজের শাওন খাঁন, আজকের বসুন্ধরার মোঃ আব্দুল হান্নান স্বপন, হবিগঞ্জের জননীর মোঃ নুরুজ্জামান রাজু, বাংলাদেশ পরিক্রমার মোঃ আব্দুল হান্নান, ভোরের আকাশের মোঃ রেজাউল করিম, চেক পোস্টের এইচ আর রুবেল ও হবিগঞ্জ টোয়েন্টিফোর.কমের মো. সিজিল মিয়াসহ অন্তত ৩০ জন সাংবাদিক।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং