সারাদেশ

উৎপাদন খরচ ১৫ টাকা বি‌ক্রি ৫ টাকা;  ক্ষেতেই পচছে ফুলকপি

আসাদ মা‌নিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের সাটু‌রিয়ায় গতবছর ফুলকপি চাষ করে লাভবান হয়েছিলেন কৃষক। চলতি মৌসুমে আরও লাভের আশায় অধিক জমিতে কপি আবাদ করেছেন চাষীরা। শীতের শুরুতে ভালো দামও পেয়েছেন। প্রতি পিস বিক্রি করেছিল ৪০-৬০ টাকা পর্যন্ত। এখন ফুলকপির ভরা মৌসুম। উৎপাদনও বেড়েছে। তবে চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় দাম কমেছে। পাইকাররা চাহিদার অতিরিক্ত কপি কিনছেন না। সরবরাহ বেড়ে যাওয়ায় প্রতি পিস কপির দাম দিচ্ছেন ৫\৬ টাকা। অথচ প্রতি পিস উৎপাদন ও বাজারজাত কর‌তে কৃষকের খরচ হয়েছে ১৫ টাকার বেশি। অনেকে বিক্রিও করতে পারছেন না শীতকালীন এ সবজি। এজন্য কেটে খেতেই ফেলে রাখছেন। কিছু কপি গরুকেও খাওয়াচ্ছেন।
উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিস বল‌ছে চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় দাম ক‌মে যাওয়ায় এ অবস্থার সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।
সাটু‌রিয়া উপ‌জেলা উপ সহকারী কৃ‌ষি কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক জানায়, চল‌তি র‌বি মৌসু‌মে উপ‌জেলায় ২৪৯ হেক্টর জ‌মি‌তে ফুল ক‌পি ও ৫৫ হেক্টর জ‌মি‌তে বাধাঁ ক‌পির আবাদ ক‌রে‌ছিল কৃষকরা।
চাষীদের সা‌থে আলাপ ক‌রে জানা যায়, প্রতি বিঘা জমিতে ১২ হাজার টাকার চারা লাগে। হালহাষে খরচ হয় ৩ হাজার টাকা। এছাড়া শ্রমিকের মজুরি সার কীটনাশকসহ অন্যান্য খরচ ১৮ হাজার ৭০০ টাকা। এভাবে প্রতি বিঘা জমিতে ফুলকপি চাষে ৩০-৩৫ হাজার টাকার বেশি খরচ হয়। প্রতি পিস চারা ৩ টাকা দিয়ে কিনে দুই মাসের বেশি সময় পরিচর্যা করে খরচ পড়ে ১০ টাকার ওপরে। জ‌মি থে‌কে উ‌ত্তোলন ক‌রে বাজা‌রে নি‌তে প‌রিবহন খরচসহ আরও ৫ টাকা ব‌্যয় হি‌সে‌বে প্রতি ক‌পি‌তে খরচ ১৫ টাকা। আর এখন ক‌পি বি‌ক্রি কর‌তে হ‌চ্ছে ৫ টাকা।
সাটুরিয়া উপজেলার হরগজ গ্রামে কৃষক রাজ্জাক গত বছরগুলোয় কপি বিক্রি করে বেশ লাভবান হয়েছেন। এ বছর তিনি ১০ বিঘা জমিতে আবাদ করেছেন। এরই মধ্যে ৫ বিঘা জমির আগাম কপি বিক্রি করে প্রায় ৭ লাখ টাকা পেয়েছেন। বাকি ৫ বিঘা জমির কপি ক্ষেতেই নষ্ট হচ্ছে। বিক্রি করতে পারছেন না। এখন ক্ষেত পরিষ্কার করতে ওইসব কপি কেটে ফেলে রাখছেন। কিছু গরুকে খাওয়াচ্ছেন।
উপ‌জেলার ফুকুরহাটি এলাকার সাইফুল  জানায়, ফুলক‌পির ১ লক্ষ চারা রোপন ক‌রেছি‌লেন তি‌নি। ৪০ হাজার ক‌পি বি‌ক্রি করার পর দাম না পাওয়া‌তে খে‌তে ফে‌লে রে‌খে‌ছেন তিনি। তার ম‌তো তার গ্রা‌মের সকল ক‌পি চাষী‌দের অবস্থা একই।
সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় চরম দাম কমে গে‌ছে ক‌পির। আগাম বি‌ক্রি ক‌রে লাভবান হ‌লেও বর্তমা‌নে মারাত্মক লোকসান হ‌য়ে‌ছে ক‌পি চাষী‌দের। বিষয়‌টি আমরা কৃ‌ষি অ‌ধিদপ্ত‌রে জা‌নি‌য়ে‌ছি য‌দি সেখান থে‌কে ক্ষ‌তিগ্রস্থ কৃষক‌দের কোন সহ‌যোগীতা করা যায় তা করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং