নওগাঁয় আশার উদ্যোগে বিনামূল্যে ফিজিওথেরাপি ক্যাম্পেইন

সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁয় বেসরকারি উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে বিনামূল্যে ফিজিওথেরাপি ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি ১৫০ জন রোগীকে বিনামূল্যে ফিজিওথেরাপির বিভিন্ন উপকরণ দেওয়া হয়।
বুধবার ১১ জানুয়ারী দিনব্যপী আশার প্রতিষ্ঠাতা শফিকুল হক চৌধুরী চতুর্থ মৃত্যুবার্ষিক উপলক্ষে নওগাঁ শহরের এলজিইডি অফিস সংলগ্ন আশা-নওগাঁ ফিজিওথেরাপি সেন্টারে দিনব্যাপী বিনামূল্যে এই ফিজিওথেরাপি ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্প পরিচালনা করেন আশার ফিজিওথেরাপিস্ট মোহাম্মদ গোলামুন নবী স্বপন, নিউটন ত্রিপুরা এবং সেলিনা আফরোজ।
ক্যাম্প উদ্বোধনের সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ,আশার জেলা ব্যবস্থাপক টিএম আব্দুল হালিম, আশার সিনিয়র রিজিওনাল ম্যানেজার নয়ন কুমার মন্ডল,সিনিয়র রিজিওনাল ম্যানেজার এগ্রি সাইফুদ্দিন,আশার সাপোর্ট প্রকৌশলী এনামুল হক, নওগাঁ দারুল কুরআন ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ গোলাম রাব্বানীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফিজিওথেরাপিস্ট নিউটন ত্রিপুরা জানান, এখানে অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে কম খরচে ভালো মানের চিকিৎসা সেবা দেওয়া হয়। স্ট্রোক করে শরীরের একপাশ প্যারালাইজড হয়ে গেছে, দুর্ঘটনাজনিত সমস্যাসহ বিভিন্ন রোগীরা আমাদের এখান থেকে নামমাত্র মূল্যে সেবা নিতে পারেন। আজ আশার প্রতিষ্ঠাতা শফিকুল হক চৌধুরী চতুর্থ মৃত্যুবার্ষিক উপলক্ষে বিনামূল্যে সেবা দেওয়া হচ্ছে। সেই সঙ্গে ১৫০জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি ফিজিওথেরাপির বিভিন্ন উপকরণ দেওয়া হচ্ছে।
আশার সিনিয়র ফিজিওথেরাপিস্ট গোলামুন নবী স্বপন জানান, আমাদের এই ফিজিওথেরাপি সেন্টার পুরোপুরি অলাভজনক। মানুষকে সেবা দেওয়ার জন্যই আশা এই উদ্যোগ গ্রহণ করেছে। এখানে উন্নতমানের যন্ত্রপাতি, বিশেষজ্ঞ চিকিৎসকসহ বিভিন্ন বিষয়ে এক্সপার্টরা রয়েছেন। এই সেন্টারে রোগের ট্রিটমেন্ট ও পরীক্ষা নিরীক্ষাসহ সবকিছুই নামমাত্র মূল্যে করা হয়।