সারাদেশ

সাংবাদিকদের নিরাপত্তা না হলে রাষ্ট্র দায়ী থাকবে…সাতক্ষীরায় মানববন্ধনে সাংবাদিক নেতারা

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে রাষ্ট্র দায়ী থাকবে বলে মন্তব্য করেছেন সাতক্ষীরার সাংবাদিক নেতারা। তারা সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান।
আজ (শনিবার, ৯ আগস্ট) গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে সাতক্ষীরা নিউ মার্কেট মোড়ের শহীদ স. ম. আলাউদ্দীন চত্বরে সাতক্ষীরা প্রেসক্লাব আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ সব দাবি উঠান সাংবাদিকরা।
বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলে মানিক সাহা, শামসুর রহমান কেবল, স. ম. আলাউদ্দীন, বেলাল হোসেনসহ বহু সাংবাদিক হত্যার বিচার হয়নি। সম্প্রতি সাতক্ষীরা প্রেসক্লাব ও কলারোয়া রিপোর্টার্স ক্লাবে হামলার ঘটনায় ভিডিও প্রমাণ থাকা সত্ত্বেও পুলিশ নির্বিকার।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,