সারাদেশ

সাতক্ষীরার ৪ টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা জামায়াতের

মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা ::
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলীয়ভাবে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, সাতক্ষীরায়-১ (তালা-কলারোয়া) আসনে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ (সদর) আসনে দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ (আশাশুনি-দেবহাটা ও কালীগঞ্জের আংশিক) আসনে দলটির কেন্দ্রীয় সুরা সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়েতের সাবেক আমীর মহাদ্দিস রবিউল বাশার এবং সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালীগঞ্জের আংশিক) আসনে জামায়েত দলীয় সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম দলের প্রার্থী নির্বাচিত হয়েছেন বলে জানা যায়।
সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সাতক্ষীরার চারটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে বেশ কিছুদিন আগে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত করা হয়।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং