সারাদেশ

ঝিনাইদহ কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে দিনেদুপুরে চুরি।

মোঃ হামিদুজ্জামান জলিল জেলা প্রতিনিধি ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের রাকড়া গ্রামে দিনে-দুপুরে বাড়ির তালা ভেঙে এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে । এ সময় বাড়ি থেকে  নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে চোর চক্রের সদস্যরা। সোমবার(২৪ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২ টার দিকে সৌদি প্রবাসী মিলন হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। প্রবাসী মিলন হোসেনের স্ত্রী রুশনা বেগম জানান, রাস্তার পাশের এই বাড়িতে তিনি, তার মেয়ে ও শাশুড়িকে নিয়ে বসবাস করেন । সোমবার সকালে ঘরে তালা লাগিয়ে পুরানো বাড়িতে গিয়েছিলেন কিছুক্ষনের জন্য । সেখান থেকে ফিরে এসে দেখি ঘরের তিনটি তালা ভাঙা। ঘরের বিভিন্ন আসবাবপত্র ও জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে । তিনি আরও জানান,চক্রের সদস্যরা   ড্রয়ার ভেঙে নগদ ২ লাখ টাকা ও প্রায় ১৫ ভরি স্বর্ণ নিয়ে গেছে। কালীগঞ্জ থানার ওসি তদন্ত মোফাজ্জল হক জানান, খবর পেয়ে ঘটনাস্তলে পুলিশ পাঠানো হয়েছে। চোর চক্রের সদস্যদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,