ফেনীতে ইসলামী যুব মজলিস এর মানববন্ধন কর্মসূচি পালন।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি,ধর্ষণ,ডাকাতি ও চাঁদাবাজির প্রতিবাদে ফেনীতে ইসলামী যুব মজলিসর মানববন্ধন কর্মসূচি পালন।দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি,চলমান ধর্ষণ,ডাকাতি ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী যুব মজলিস ফেনী শহর শাখা।২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে ফেনী কেন্দ্রীয় বড় মসজিদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।ফেনী শহর শাখার সভাপতি মোঃআব্দুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী শহর শাখার সহ-সভাপতি অধ্যক্ষ মাঈনুদ্দিন চৌধুরী,সাধারণ সম্পাদক মাওলানা সানাউল্লাহ,সহ-সাধারণ সম্পাদক মাওলানা আজিজ উল্লাহ আহমদী,ফেনী শহর সভাপতি মাওলানা মোঃ ইউনুস,ফেনী সদর সভাপতি মাওলানা করিমুল্লাহ,ফেনী জেলা প্রচার সম্পাদক মোশাররফ হোসেন,ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল বাশার,ইসলামী ছাত্র মজলিস জেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল নাঈম৷