মগাইছড়ি’তে বিয়া-বাশীঁ ওয়াদুদ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ ইং ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

মোঃ রানা মিয়া, লক্ষীছড়ি (খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
মগাইছড়ি’তে বিয়া-বাশীঁ ওয়াদুদ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয়। , শুক্রবার (২৮ এ ফেব্রুয়ারি ) বিকেল ০৩ ঘটিকায় মগাইছড়ি ক্রিকেট মাঠে মগাইছড়ি ক্রিয়া যুব সংঘের পরিচালনায়। মোঃ ইয়াসিন গাজী’র সঞ্চালনায়, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রিয়াজ উদ্দীন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীছড়ি উপজেলা নির্বাহী অফিসার(UNO) জনাব সেটু কুমার বড়ুয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীছড়ি উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ ফোরকান হাওলাদার, এবং লক্ষ্মীছড়ি থানা ইনচার্য জনাব মোঃ খালেদ হোসাইন ও লক্ষীছড়ি কৃষি অফিসার জনাব মোঃ সোহরাব হোসেন ভাইয়া,এবং লক্ষীছড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি দেলোয়ার হোসেন ফরাজী,
সহ উপজেলার অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক,গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি’র বক্তব্যে জনাব সেটু কুমার বড়ুয়া বলেন, খেলাধুলা জাতির প্রাণ। এ অঙ্গনকে বাঁচিয়ে রাখলে মাদকসেবি তৈরি হবেনা। দেশে সন্ত্রাস, মাদকের ব্যবহার বাড়ার পেছনে ক্রীড়া ও সংস্কৃতিকে আড়ালে রাখাই দায়ী। যুবক ও কিশোরদের মাঠে ফেরানো গেলেই পাহাড়ে সম্প্রীতি ফিরিয়ে আনা সম্ভব।
ফাইনাল খেলায় দুই শক্তি শালি দল, রাঙ্গাপানি ফ্রেন্ডস জোন বনাম জুর্গাছড়ি স্মার্ট স্টাইকার্স, এর মধ্য খেলা হয়। । উক্ত খেলায় রাঙ্গাপানি ফ্রেন্ডস জোন জয় লাভ করেন।খেলায় ধারাভাষ্যকার হিসেবে ছিলেন মোঃ ইয়াকুব হোসেন। খেলা পরিচালনার দ্বায়িত্বে নিয়োজিত মুল আম্পায়ার হিসেবে খেলাটি পরিচালনা করেন মোঃ সজীব হোসাইন এবং মোঃ হোসেন ।খেলার, স্কোরার হিসেবে ছিলেন মোঃ আবু বক্কর সিদ্দিক ।