সুনাগরিক গঠনে আদর্শ প্রতিষ্ঠান ‘সাইসাঙ্গাঁ তা’লীমুল কোরআন নূরানী হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসা ’

মোঃ সোহেল রানা :
মহান পিতা-মাতারাই তাঁদের সন্তানের প্রথম, সর্বোত্তম এবং মৌলিক শিক্ষক হলেও, প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে মা-বাবার পরিবার সংস্থাপিত দায়িত্বের একটি বিরাট অংশ শিক্ষকের ওপর বর্তায়। বর্তমান সময়ের অনিবার্য দাবী মা-বাবা এবং শিক্ষকের যৌথ সচেতন প্রয়াসে স্নেহ, ভালবাসা ও প্রাণবন্ত হাসির মাঝে শিশুরা প্রকৃত আনন্দময় শিক্ষার রস গ্রহণে সমর্থ হবে এটাই সবার কাম্য। এই বাস্তবতার আলোকে সুষম ব্যক্তিত্বসম্পন্ন ও চরিত্রবান যোগ্য নাগরিক সৃষ্টির লক্ষ্যকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে সাইসাঙ্গাঁ তা’লীমুল কোরআন নূরানী হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয় যা বর্তমানে ফরিদগঞ্জে একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করেছে। বিশেষ করে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে সকল শ্রেণির ক্লাস চালু রেখেছে । সিলেবাস শেষে টার্মিনাল পরীক্ষাও নিয়েছে! মাদ্রাসার ধারাবাহিক পরীক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়ায় নিমগ্ন রেখে শিক্ষাজীবন সচল রাখতে বিশেষ সাফল্য, সচেতন অভিভাবকমণ্ডলীর কাছে দারুণ প্রশংসিত হয়েছে।
শিক্ষক মণ্ডলী : মানসম্মত শিক্ষাদানের জন্য মেধাবী, দক্ষ, পরিশ্রমী ও প্রশিক্ষিত শিক্ষক-শিক্ষিকার বিকল্প নেই। উন্নত বিশ্বের আধুনিক শিক্ষাপদ্ধতির অনুকরণে নিয়মিত বিষয়ভিত্তিক Workshop ও Practise Teaching সহ আধুনিক পদ্ধতি, নবতর কলাকৌশল প্রয়োগ করে পাঠদান সহজতর, আকর্ষণীয় ও বিজ্ঞানসম্মত করার জন্য গঠনমূলক সমালোচনার মাধ্যমে এবং প্রশিক্ষণপ্রাপ্ত ও যোগ্য শিক্ষক দ্বারা টিচিং প্রদান করে শিক্ষকদের দক্ষতা ও কৌশল উত্তরোত্তর বৃদ্ধি করা হয়।
পাঠদান পদ্ধতি: বর্তমান শিক্ষা সম্পূর্ণ প্রাইভেট ও কোচিং নির্ভর। এই কঠিন বিষয়কে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী প্রতিটি বিষয়ে পাঠদান দান করা হয়। সকল শ্রেণীতে প্রতিদিন প্রথম ২০ মিনিট পূর্ববর্তী দিনের পড়ার উপর পরীক্ষা নেয়া হয়। ফলে বাসায় প্রতিটি ছাত্র-ছাত্রীকে পড়া শিখতে হয়। আবার শ্রেণীর পঠিত বিষয়ের উপর রয়েছে প্রশ্নোত্তর পর্ব। ফলে কোন বিষয়ে অস্পষ্টতা থাকলে তা ক্লাসেই পরিষ্কার হয়ে যায়। তারপরও ক্লাসে পড়া আদায় সন্তোষজনক না হলে তাদের জন্য রয়েছে ডিটেনশন ক্লাস। যেখানে নির্দিষ্ট শিক্ষকের সামনে পড়া মুখস্থ করে দিতে হবে, নয়তো ছুটি মিলবেনা। সকল শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রয়েছে একই ব্যবস্থা।নানা শিক্ষা উপকরণের সাহায্যে আনন্দময় পরিবেশে ক্লাসের পড়া মুখস্থ করে আদায় করা হয়। ক্লাসে যা বোঝা যায়নি সে বিষয়গুলো পুনরালোচনা করা হয়। লেখাপড়ার মান বজায় রাখতে মাদ্রাসায় উপস্থিতি হার শতভাগ নিশ্চিত করা জরুরী। তাই আমরা প্রতিটি অভিভাবকের ফোন নম্বর সংরক্ষণ করে কোন ছাত্র ছাত্রী অনুপস্থিত থাকলে কারণ জানতে চেয়ে অভিভাবককে ফোন করি। ফলে আমাদের স্কুলে উপস্থিতির হার প্রায় শতভাগ। শিক্ষার্থীদের প্রাইভেট কোচিং এবং গাইড বই এর উপর নির্ভরতা দূর করতে বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ অধ্যায়ের উপর মানসম্মত হ্যান্ডনোট প্রদান করা হয়।
বিভাগসমূহ: নূরানী, নাজেরা ও হেফজুল কোরআন।
আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার।
শ্রেণি: শিশু শ্রেণি হতে পঞ্চম শ্রেণি পর্যন্ত।
বিষয় : আরবী, বাংলা, অংক ও ইংরেজি মৌলিক বিষয়।
তথ্য প্রযুক্তি: প্রগতিশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে ও নিজেকে যুগোপযোগী করে গড়ে তুলতে হলে কম্পিউটার জ্ঞান এর বিকল্প নেই। যার ফলস্বরূপ কম্পিউটার সম্পর্কে বিশেষ জ্ঞান বাধ্যতামূলক করা হয়েছে।
ডে-কেয়ার ব্যবস্থা : কর্মব্যস্ত অভিভাবক ও নিয়ন্ত্রণহীন সন্তানের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন অভিভাবকের সন্তানদের গতিশীল, সমৃদ্ধ ও সুনিয়ন্ত্রিত লেখাপড়ার জন্য অত্র মাদ্রাসায় বিশেষ ড- কেয়ারের ব্যবস্থা।
ব্যবস্থাপনা : এ প্রসংগে প্রধান শিক্ষক হা: মাও.সালাহউদ্দিন বলেন,উন্নত ভবিষ্যতের জন্য সুশৃঙ্খল জীবনের বিকল্প নেই।তাই, শৃঙ্খলা ও পারিবারিক আবহের সমন্বয়ে আমরা শিক্ষার্থীদের জন্য বন্দোবস্ত করেছি উন্নত শিক্ষাপদ্ধতি,নিয়মানুবর্তিতা প্রশিক্ষণ,স্বাস্থ্য সচেতনতার জন্য মাসিক হেলথ চেক আপ, নিয়মিত ব্যায়াম, নামাজ ও কোরআন শিক্ষা, এবং বাৎসরিক দর্শনীয় স্থান পরিদর্শন।মানসম্মত শিক্ষা প্রদানে আমরা আপোষহীন। সার্বক্ষণিক শিক্ষকমণ্ডলী ও বিষয়ভিত্তিক শিক্ষকদের দ্বারা ক্লাস পরিচালনার মাধ্যমে পরিচালিত হবে শিক্ষার্থীর ভবিষ্যত বিনির্মাণের পথ নির্দেশক এই ধর্মীয় শিক্ষার সমন্বয়ে আধুনিক শিক্ষা ব্যবস্থাপনা।
সহ পাঠক্রমিক কার্যাবলী : ছাত্র ছাত্রীদের মানসিক প্রবৃদ্ধির জন্য বিনোদনমূলক কর্মকান্ডের ভূমিকা অনস্বীকার্য। তাদের সামগ্রিক বিকাশ এবং সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলতে ইসলামী সঙ্গীত, আবৃত্তি, বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। রয়েছে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, অভিভাবক সমাবেশ, শিক্ষা সফরসহ জাতীয় দিবস সমূহের সাড়ম্বর আয়োজন।
এইভাবেই শিশুদের বোধগম্য পদ্ধতিতে আন্তরিক পাঠদান, প্রযুক্তিভিত্তিক শিক্ষাধারা, কঠোর শৃঙ্খলায় সু-ব্যবস্থাপনার মাধ্যমে বিগত সময় হতে বর্তমান পর্যন্ত ফরিদগঞ্জবাসীর আস্থা অর্জনে সক্ষম হয়েছে এবং প্রতি বছর বার্ষিক পরীক্ষায় শতভাগ পাশ করার মত কৃতিত্ব অর্জন করেছে এই মাদ্রাসার শিক্ষার্থীরা। বিস্তারিত জানতে সাইসাঙ্গাঁ তা’লীমুল কোরআন নূরানী হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসা, ফরিদগঞ্জ, চাঁদপুর এই ঠিকানায়।
01742-077271, 01784193911এই নাম্বারে যোগাযোগ করা যাবে ।