সারাদেশ

নলডাঙ্গায় শ্রম আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত

নলডাঙ্গা প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গায়
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন,নলডাঙ্গা উপজেলা শাখার আয়োজনে শ্রম আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ২০২৫ অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার(১৩ মার্চ) বেলা ১১টার দিকে নলডাঙ্গা বাজারে নলডাঙ্গা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালা হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মোঃ মামুনুর রশিদ মোল্লার সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মালিক রাব্বানীর পরিচালনায় শ্রম আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কার্যকারী পরিষদের অন্যতম সদস্য ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডঃ মোঃ জিয়াউল হক।
প্রধান আলোচক হিসাবে বক্তব্যে দেন ছিলেন,
সাবেক শ্রম কর্মকর্তা খন্দকার আজিজুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন,নাটোর জেলা মোঃ মোস্তাফিজুর রহমান,নলডাঙ্গা উপজেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাইফুল ইসলামসহ প্রমূখ।
কর্মশালায় ১১টি ইউনিয়নে সভাপতি,সাধারন সম্পাদক,কোষাধক্ষ্যসহ ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,