সারাদেশ

খালের উপর জবরদখল করে ব্রীজ ও  নির্মিত স্হাপনা উচ্ছেদ অভিযান

‎মোঃ সামছু উদ্দিন লিটন, সেনবাগ রিপোর্টার
‎নোয়াখালী জেলার  সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের অন্তর্গত  ছমিরমুন্সীর হাটে ফেনী- চৌমুহনী সড়কের উত্তর পাশে অবৈধ ও বেআইনি ভাবে মোহাম্মদীয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট খালের উপর  ব্রীজ তৈরী এবং খালের উপর অবৈধ দোকানঘর  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলাম ও সেনবাগ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন পারভেজ সরেজমিনে উপস্থিত থেকে উচ্ছেদ অভিযানে অবৈধ স্হাপনা ভ্যকু দ্বারা গুড়িয়ে দেন।
‎সরেজমিনে এ প্রতিবেদক  অনুসন্ধানে দেখেন, মোহাম্মদীয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট নিজেদের খেয়াল খুশি মতো পূর্বের অবৈধভাবে তৈরীকৃত ব্রীজের সাথে সংযুক্ত করে ব্রীজের প্রস্হ প্রসারিত করা হয়েছে। এ সংক্রান্ত রিপোর্ট বিভিন্ন জাতীয় দৈনিক, অনলাইন মিডিয়ায় প্রকাশ ও প্রচার হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবৈধ দখল উচ্ছেদ অভিযান করেন।
‎উক্ত অভিযানে সেনবাগ সেনা ক্যাম্পের সেনা সদস্য এবং সেনবাগ থানার এএসআই শাহাদাত ও সঙ্গীয় ফোর্স সার্বিক সহযোগিতা করেন।
‎এসময় প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,