সারাদেশ

দেবীগঞ্জ হাসপাতালে ডেলিভারি করার পর টাকা নেয়ার অভিযোগে নার্সকে শোকজ

পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সি সুপারভাইজারকে জবাব চেয়ে শোকজ করা হয়েছে।
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন ধর এ শোকজের চি‌ঠি দেন।
ওই নার্সি সুপারভাইজারের নাম শিউলি আক্তার। তিনি দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সি সুপারভাইজার হিসেবে কর্মরত। সে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স হিসেবে যোগদান করেন ২০১৩ সালে। এরপর সে পদোন্নতি পেয়ে ২০২৫ সালে নার্সিং সুপারভাইজার হন।
শিউলি আক্তার দেবীগঞ্জ উপজেলা সদরের সাজ্জাদ হোসেনের স্ত্রী। সাজ্জাদ হোসেন প্রধান দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের গ্যালান্ডি কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) হিসেবে কর্মরত।  এছাড়াও সাজ্জাদ হোসেন প্রধান দেবীগঞ্জ উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি হিমালয় ডায়াগনস্টিক সেন্টারেরও অংশীদার।
১০ জুলাই দেবীগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান শিউলি আক্তারের বিরুদ্ধে মৌখিক ভাবে অভিযোগ করেন। তিনি সমন্বয় সভায় জানান, দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সি সুপারভাইজার শিউলি আক্তার প্রতিদিন নরমাল ডেলিভারি করানোর সময় রোগির আত্বীয় স্বজনদের কাছ থেকে জোরপূর্বক সর্বনিম্ন ১ হাজার থেকে ২ হাজার টাকা করে আদায় করছেন। কেউ টাকা না দিলে তার সাথে খারাপ আচরন করেন।
এ অভিযোগ শুনার পর দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান সাথে সাথেই টাকা নেয়ার অভিযোগটি আমলে নেন। পরে উপজেলা মা‌সিক সমন্বয় সভায় উপস্থিত থাকা দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন ধরকে দ্রুত ব্যবস্থা নিতে বলেন। সমন্বয় সভা শেষ করে তিনি ওই দিনই (১০ জুলাই) শিউলি আক্তারকে ব্যাখ্যা প্রদানের জন‌্য শোকজ করেন এবং আগামী ৩  দিনের মধ্যে শোকজের জবাব দিতে নির্দেশ দেন। নোটিশ পাওয়ার পর অভিযুক্ত নার্সিং সুপারভাইজার শিউলি আক্তার টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করে জবাব দেন। তিনি আরও লিখেছেন, এর পর থেকে তিনি আরও দায়িত্ববান ও আন্তরিক হয়ে কাজ করবেন।
এ ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা হলেন, সভাপতি দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ আবু নোমান মোঃ ইফতেখারুল তৌহিদ, সদস্য সচিব পঞ্চগড় সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডাঃ মাহবুব রহমান সুমন ও পঞ্চগড় জেলা পাবলিক হেলথ নার্স জাহেরা খাতুন।
টাকা নেয়ার বিষয়টি নিয়ে  তদন্ত কমিটির সভাপতি
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ আবু নোমান মোঃ ইফতেখারুল তৌহিদ হাসপাতালের নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি সাটিয়ে দিয়েছেন। তাতে লেখা রয়েছে এতদ্বারা দেবীগঞ্জ উপজেলার সকল জনসাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, বিগত ১০/০৭/২০২৫ তারিখে উপজেলা মাসিক সমন্বয় সভায় অত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার শিউলি আক্তারের বিরুদ্ধে আন্তঃ বিভাগের নরমাল ডেলিভারি রোগীদের নিকট হতে অবৈধ ভাবে টাকা গ্রহনের একটি অভিযোগ উপাস্থিত হয়েছে। অত্র হাসপাতালে সেবা গ্রহীতা কেউ ভুক্তভোগী হয়ে থাকলে আপনি আপনারা ২৮/০৭/২০২৫ ইং তারিখে সোমবার সকাল ৯ টার সময় তদন্ত কমিটির সম্মুখে উপস্থিত হয়ে অভিযোগ করতে পারেন।
এ নোটিশটি দেবীগঞ্জ উপজেলার ১০ ইউনিয়নে প্রচার করা হয়নি। শুধু নোটিশ দিয়েই দায়িত্ব শেষ করেছেন। বিজ্ঞপ্তিটি বহুল ়ভাবে প্রচার করলে অনেক ভুক্তভোগী জানতে পারতো এবং সরাসরি তাদের অভিযোগ জানাতে পারতো বলে জানান উপজেলার সচেতন ব্যক্তিরা।
হাসপাতালে ভর্তি হওয়া  ডেলিভারী করানোর জন্য আসা রোগীদের তিনি একাই নরমাল ডে‌লিভারী করান। নার্সি সুপারভাইজার হওয়ার কারনে কাউকে নরমাল ডেলিভারি করাতে দিতেন না। তার ভয়ে অন্যান্য নার্সরাও প্রতিবাদ করতে সাহস পেত না।
টাকা দেয়া একাধিক রোগির স্বজনরা জানান, টাকা না দিলে তিনি খারাপ আচরন করেন। তিনি বলেন, আপনার রোগিকে যদি সিজার করানো হতো তাহলে তো ১০/১২ হাজার টাকা লাগতো। আমাকে ২ হাজার টাকা কেন দিবেন না।
আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি জানান, আমার স্ত্রীকে বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করাই। রোগী দেখে তিনি পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য তাদের অংশীদার হিমালয় ডায়াগনস্টিকে পাঠান।
হাসপাতাল এলাকার স্থানীয় লোকজন জানান, তিনি ২০১৩ সাল হতে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স হিসেবে কাজ করছেন। তখন থেকেই তিনি হাসপাতালে ভর্তি হওয়া ডেলিভারি করানোর রোগীদের কাছ থেকে ১হাজার থেকে ২হাজার টাকা করে আদায় করছেন।
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন ধর এর কার্যালয়ে গেলে তাকে পাওয়া যায়নি।পরে তার মুঠোফোনে ফোন দেয়া হলে তিনি ফোন রিসিভ করেননি। যার কারনে তার বক্তব্য জানা যায়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,