জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে গোবিপ্রবিতে বিনামূল্যে হেল্থ ক্যাম্প

গোবিপ্রবি প্রতিনিধি:-
জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) বিনামূল্যে হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত এই হেল্থ ক্যাম্পে সার্বিক সহায়তা করে নাক, কান ও গলার বিশেষায়িত হাসপাতাল সোসাইটি ফর অ্যাসিস্ট্যান্স টু হিয়ারিং ইম্পেয়ার্ড চিলড্রেন (সাহিক)।
আজ মঙ্গলবার সকাল ১০:৩০টায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে হেল্থ ক্যাম্পের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান।
দিনব্যাপী এই হেল্থ ক্যাম্পের কার্যক্রম চলে বিকেল ৫টা পর্যন্ত। যেখানে সেবা প্রদান করেন নাক, কান ও গলার খ্যাতিমান চিকিৎসক ডা. এম এ সামাদ, ডা. মুহাম্মদ ওয়ালী উল্লাহ ও ডা. নাজমুস সাকিব। ক্যাম্পে ৩৭০জন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীকে বিনামূল্যে কনসালটেশন ও ব্যবস্থাপত্রের সঙ্গে প্রায় দেড় লাখ টাকার ঔষধ প্রদান করা হয়।
এর আগে জুলাই শহিদদের স্মরণে গত ২৫ জুলাই বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সহায়তায় বিনামূল্যে হেল্থ ক্যাম্প আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যেখানে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. মো. আলী হোসেন, ডা. কাজী সাইফ উদ্দিন বেননূর ও অধ্যাপক ডা. রহমাতুল বারীসহ ৮জন বিশেষজ্ঞ চিকিৎসক ৩৮০ জন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীকে বিনামূল্যে সেবা প্রদান করেন। যাদের প্রায় দুই লাখ টাকার ঔষধ প্রদান করা হয়।
হেল্থ ক্যাম্প আয়োজনের বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, “জুলাই বিপ্লবের শহিদদের স্মরণে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীসহ সকলের জন্য এই উদ্যোগ গ্রহণ করেছে। কনসালটেন্সির পাশাপাশি কিছু ঔষধও সরবরাহ করা হয়েছে। আগামীতে আমরা এমন আয়োজন অব্যাহত রাখার চেষ্টা করবো।”