বিনোদন

প্রথম সিনেমার আগেই দ্বিতীয় সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে মেহজাবীন

একসময় ছোট পর্দায় জনপ্রিয় অভিনেত্রী ছিলেন মেহজাবীন চৌধুরী। তবে কয়েক বছরের বিরতিতে ছোট পর্দায় জনপ্রিয়তায় একবিন্দু ভাটা পড়েনি তার। এমনকি এই ছোট পর্দার বিরতির সময়ে তিনি চুপচাপ ছিলেন এমনও নয়। তিনি এই সময়ে অভিনয় করেছেন বড় পর্দার জন্য।

তার প্রথম সিনেমা হিসেবে ঘোষণা করেছিলেন ‘সাবা’র নাম। দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতী’। তবে মেহজাবীন ভক্তদের জন্য সুখবর হলো এত দিন সিনেমার কথা শোনা গেলেও অবশেষে বড় পর্দায় নিজের সিনেমা নিয়ে আসছেন মেহজাবীন চৌধুরী। শুটিং সময় অনুযায়ী প্রথম সিনেমা নয়, দ্বিতীয় সিনেমা দিয়েই তার অভিষেক হচ্ছে বড় পর্দায়।
আগামী ২০ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে অভিষিক্ত হতে যাচ্ছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন। মুক্তি পাচ্ছে তার অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’। 

ফ্রেম পার সেকেন্ড এবং ওটিটি প্ল্যাটফরম চরকির সহ-প্রযোজনায় ‘প্রিয় মালতী’ নির্মাণ করেছেন শঙ্খ দাশগুপ্ত। সম্প্রতি সিনেমাটি পেয়েছে সেন্সর সার্টিফিকেট।

ইউ গ্রেড পেয়েছে সিনেমাটি, অর্থাৎ সব বয়সীরা দেখেত পারবেন ‘প্রিয় মালতী’। ২০ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির দুই প্রযোজক আদনান আল রাজীব এ রেদওয়ান রনি। 

গল্প প্রসঙ্গে জানা যায়, সিনেমায় মেহজাবীনের নাম মালতী রানী দাশ। পলাশ কুমার দাশের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন তিনি। দশটা নিম্ন-মধ্যবিত্ত দম্পতির মতো সংসার জীবনের ছোট ছোট স্বপ্ন বুনছিলেন তারা।

বিয়ে বার্ষিকী উপলক্ষে নৌকাতে ভাসতে ভাসতে কেক কাটা, সন্ধ্যায় একটু ঘোরাঘুরি, মালতীকে অবাক করে দিয়ে পলাশের উপহার দেয়া, স্বামী-স্ত্রীর খুনসুটি–সব কিছুই চলছিল সুন্দর ছন্দে। হঠাৎই একটি মার্কেটে আগুন লাগার ঘটনায় সেই ছন্দ কাটে। 

‘প্রিয় মালতী’ সিনেমার গল্পকার ও চিত্রনাট্যকার শঙ্খ দাশগুপ্ত জানান, সিনেমায় মালতী চরিত্রটি সংগ্রামের। সামাজিক, অর্থনৈতিক, মানসিক সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয় চরিত্রটিকে। দেশের অনেক নারীর জীবনেই এমন ঘটনা আছে। জীবন সংগ্রামের পাশাপাশি প্রচলিত কিছু নিয়মকেও প্রশ্ন করেছেন পরিচালক।

নির্মাতা শঙ্খ দাশগুপ্ত বলেন, ’সিনেমার গল্পটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। সত্য যেমন কঠিন, সিনেমার বিভিন্ন মুহূর্তও তেমন কঠিন ও সমস্যার। মালতীর সমস্যা-সংগ্রামগুলো শুধু তার একার না, এগুলো দেশর মানুষের সমস্যা-সংগ্রাম। মালতী চরিত্রটি একজন অন্তঃসত্ত্বা নারীর। বিশৃঙ্খল এই শহরে তার লড়াই করতে হয় শ্বশুরবাড়ি, সমাজ এবং ধর্মীয় রীতিনীতির বিরুদ্ধে। এর পাশপাশি আমি প্রশ্ন করতে চেয়েছি, একজন মানুষের অস্তিস্ব কি ডেথ সার্টিফিকেট ও ময়নাতদন্ত রিপোর্টের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে? সিনেমায় প্রসঙ্গগুলো আছে।’

সিনেমায় নিম্ন-মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। এতে আরো অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুন, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ অনেকে। গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ঢাকা-বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে এই ছবির শুটিং হয়েছে।

এরই মধ্যে সিনেমাটি প্রদর্শিত হয়েছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব ইন্ডিয়াতে। মর্যাদাপূর্ণ দুই উৎসবেই অফিশিয়ালি সিলেক্ট হওয়া ‘প্রিয় মালতী’ পেয়েছে ব্যাপক প্রশংসা। একদম দেশিয় প্রেক্ষাপটে বানানো সিনেমাটি সহজেই বুঝতে পেরেছেন বিদেশি দর্শক।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

বিনোদন

Overcome The Feeling Of Being Overwhelmed

Grursus mal suada faci lisis Lorem ipsum dolarorit ametion consectetur elit. a Vesti at bulum nec odio aea the dumm
বিনোদন

Has Day He Won’t Soon Forget Denny Backup At Ready to Use!

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected