জামালপুরে আসছে জনপ্রিয় সঙ্গীত তারকা “নোবেল ম্যান”
- ফারিয়াজ ফাহিম
জামালপুর
৩৬ জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে জামালপুরে “দ্যা চাচ্চুস গ্রুপ”এর আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
আগামী ১৭ জানুয়ারি(শুক্রবার) এই সাংস্কৃতিক সন্ধ্যায় জামালপুরের স্থানীয় ব্যান্ড সহ পারর্ফম করবেন জনপ্রিয় সংগীত তারকা জি বাংলার সা রে গা মা পা এর নোবেল ম্যান খ্যাত মাইনুল আহসান (নোবেল)।
এরই মধ্যে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন সম্পূর্ণ করতে আয়োজক কমিটি তোরজোর শুরু করে দিয়েছে।
সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনটি অডিটোরিয়াম জামালপুরে অনুষ্ঠিত হবে।আয়োজক কমিটি থেকে ইতিমধ্যে সাংস্কৃতিক সন্ধ্যায় গেট এন্ট্রি ফি হিসেবে টিকিটের মূল্য ১৫০ টাকা করে নির্ধারণ করা হয়েছে এবং টিকেট বিক্রির কার্যক্রম শুরু করা হয়েছে।
এই প্রসঙ্গে আজ “দ্যা চাচ্চুস গ্রুপ” এর সদস্য ও আয়োজক কমিটির রেদোয়ান খন্দকার মাহিন বলেন,
আমরা “দ্যা চাচ্চুস গ্রুপ” এর আয়োজনে ৩৬ এর গণঅভ্যুত্থান এর স্মরণে এই কর্নসাটটির আয়োজন করেছি। এই কনসার্ট আমরা জামালপুরবাসী একটি জনপ্রিয় সংগীত শিল্পী মাইনুল হাসান( নোবেল)কে প্রথমবারের মতো এই জেলায় উপহার দিচ্ছি। এছাড়াও জামালপুরের আরও ৩টি জনপ্রিয় ব্যান্ড দ্যা ইর্টারনাল, ব্যান্ড সময় ও সাইফ শুভ পারর্ফম করবে।
এই কন্সার্টটি আমরা মুলত জুলাই আন্দোলন কে স্মরণ রাখার জন্য আয়োজন করেছি। এই কন্সার্ট সম্পূর্ণ প্রসাশনিক ভাবে নিয়ন্ত্রণ করা হবে। ছেলে মেয়েদের জন্য সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্যও আমরা সর্বচ্চো ব্যবস্থা গ্রহন করবো।এই কন্সার্টটি সুন্দর ভাবে সফল করার জন্য আমরা জামালপুরবাসীর সকলের সহযোগিতা চাচ্ছি।
এই কনসার্টের জন্য “দ্যা চাচ্চুস গ্রুপ” কে সহযোগিতা করেছে রাহিম ওভারসীজ, হায়পার টাচ্ , মেসার্স তারা এন্টারপ্রাইজ, বিয়েবাড়ি রেস্টুরেন্ট,ASF fashion.
প্রসঙ্গত,মাইনুল আহসান নোবেল একজন বাংলাদেশি গায়ক, যিনি ভারতীয় রিয়েলিটি শো
“সারেগামাপা” (২০১৯) তে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। তার গভীর কণ্ঠ এবং অনন্য গায়কী শৈলী তাকে তরুণ প্রজন্মের মধ্যে বেশ জনপ্রিয় করে তোলে।।