২০২৬ সালে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ চালুর লক্ষ্য, এগোচ্ছে নির্মাণকাজ
জুয়েল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি:
এগিয়ে চলছে সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেঞ্জ নির্মাণকাজ। এরইমধ্যে বালি ভরাট, বাউন্ডারি ওয়াল, দুটি ব্রিজ নির্মাণকাজ শেষ হয়েছে। প্রকল্প নির্মাণ শেষ হলে যানজট নিরসন হবে। সেই সঙ্গে কমবে উত্তরবঙ্গের যাত্রাপথের ভোগান্তি।যানবাহনের চলাচল নির্বিঘ্ন ও গতিশীল করতে সাসেক-২ প্রকল্পের আওতায় ২০২২ সালে শুরু হয় আন্তর্জাতিক মানের হাটিকুমরুল ইন্টারচেঞ্জ নির্মাণকাজ। ২০২৪ সালের ডিসেম্বরে চালু হওয়ার কথা থাকলেও ভূমি অধিগ্রহণসহ নানা জটিলতায় ব্যাহত হয় কাজ। ২০২৬ এর মার্চে শেষ করতে রাত-দিন চলছে নির্মাণকাজ। মূল ইন্টারচেঞ্জের ১৩০২টি পাইলের মধ্যে ৯ শতাধিক পাইল নির্মাণ হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, ২০২২ সালে আন্তর্জাতিক মানের হাটিকুমরুল ইন্টারচেঞ্জ নির্মাণকাজ শুরু হয়। ২০২৪ সালের ডিসেম্বরে চালু হওয়ার কথা থাকলেও ভূমি অধিগ্রহণসহ নানা জটিলতায় ব্যাহত হয় কাজ। এখন দ্রুতগতিতে এগিয়ে চলছে ইন্টারচেঞ্জ নির্মাণকাজ।
সাসেক-২ প্রকল্প ব্যাবস্থাপক মাহবুবুর রহমান বলেন, হাটিকুমরুল ইন্টারচেঞ্জ প্রকল্পের কাজ শতকরা ৪২ ভাগ শেষ হয়েছে। প্রকল্পটি সম্পন্ন হলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগ আরও সহজ হবে, যানজট নিরসন হবে। সেই সঙ্গে কমবে উত্তরবঙ্গের যাত্রাপথের ভোগান্তি।
হাটিকুমরুল ইন্টারচেঞ্জ প্রকল্পে খরচ ধরা হয়েছে ৭৪৩ কোটি টাকা। কাজটি বাস্তবায়ন করছে চায়না রেলওয়ে ব্রিজ করপোরেশন।