সারাদেশ

কমলগঞ্জে বনিক সমিতির নির্বাচনের দাবিতে মানববন্ধন

জায়েদ আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে মেয়াদ উত্তীর্ণ ভানুগাছ বাজার পৌর বনিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ জুলাই ) দুপুর ১২ টার দিকে ভানুগাছ চৌমুহনীতে ভানুগাছ বাজার পৌর বনিক সমিতির ব্যবসায়ীবৃন্দের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ব্যবসায়ী সৈয়দ ইব্রাহিম মো: আব্দুহ এর সভাপতিত্বে এবং সৈয়দ নাজমুল হাসান মিঠু এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য প্রদান করেন ব্যবসায়ী সোয়েব আহমদ, শেখ নোমান আহমদ, শওকত সারোয়ার চৌধুরী, মো: গৌছ মিয়া, তারেকুল ইসলাম পাটোয়ারি, মিলাদ তরফদার, মিলাদ আহমদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন ৩ বছর পর নির্বাচন হওয়ার কথা থাকলেও নির্বাচনের ১০ বছর অতিক্রম হয়ে গেলেও এখন পর্যন্ত আর কোন নির্বাচন হয় নি।  যার কারনে বাজারের সার্বিক উন্নয়ন ব্যবহত হচ্ছে। অতি শীঘ্রই নির্বাচনের দাবি করে বক্তারা আরও বলেন আগামী ৭ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা না করলে আমরা আরও কঠোর অবস্থানে যেতে বাধ্য হবো।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন, মানববন্ধনের বিষয় শুনেছি। উভয় পক্ষের সাথে কথা বলে বনিক সমিতির গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,