সারাদেশ

রাবিপ্রবিতে সফলভাবে সম্পন্ন হলো গুচ্ছের “সি” ইউনিটের ভর্তি পরীক্ষা

রাবিপ্রবি প্রতিনিধি :গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের “সি” ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি)।

প্রথম দিনের ভর্তি পরীক্ষায় রাবিপ্রবি কেন্দ্রে পরীক্ষার্থীর উপস্থিতির সংখ্যা ৫৩৩ জন এবং অনুপস্থিতির সংখ্যা ৪৪ জন। উপস্থিতির হার ৯২.৩৭ শতাংশ।

সকাল সাড়ে দশ ঘটিকার সময় রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ কর্নারে গুচ্ছ “সি” ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়ে প্রশাসন ও পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় তিনি সকলকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ আতিয়ার রহমান কেন্দ্রের কক্ষসমূহ পরিদর্শন করেন। কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন।

এসময় উপাচার্য বলেন, আজকে যারা পরীক্ষার্থী এসেছে তারা শুধু ছাত্র না আমাদের সামনের দিনের বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় অংশীদার। তাই তাদের জন্য ক্যাম্পাসে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা মিলে একটি চমৎকার ছাত্রবান্ধব ও ইতিবাচক পরিবেশ তৈরি করছি।

এছাড়াও,শিক্ষার্থীদের দেশকে বিনির্মাণের দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করার জন্য রাবিপ্রবিয়ানরা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেছে। তীব্র গরম উপেক্ষা করে পরীক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান করেছে তারা।

সরেজমিনে দেখা যায়, দূরদূরান্ত থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকরা প্রশাসনের ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন।

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে প্রথম দিনের গুচ্ছ ভর্তি পরীক্ষা। সবার আন্তরিক সহযোগিতায় সুন্দর একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে মনে করে রাবিপ্রবি প্রশাসন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,