আদমদীঘিতে জামায়াত নেতার বাইক ছিনতাই

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘি উপজেলা জামায়াতের সেক্রেটারী গোলাম রব্বানী, তাঁর ছেলে ও এক ব্যবসায়ী গতকাল রাতে ছিনতাইয়ের শিকার হয়েছেন।
গতকাল (৬ মে) মঙ্গলবার রাত সাড়ে দশ ঘটিকার সময় উপজেলার নশরৎপুর ভাঙা ব্রীজর নিকট ছিনতাইয়ের এই ঘটনা ঘটে ।
ছিনতাইকারীরা দুটি মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায় ।
এ সময় ছিনতাইকারীরা জামায়াতের সেক্রেটারী গোলাম রব্বানী, তাঁর ছেলে মুনিরুজ্জামান ও ব্যবসায়ী বকুল হোসেনকে মারপিট করে হাত-পা ও মুখ বেধে রাস্তার পাশে জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায়। গোলাম রব্বানী ও বুকুল হোসেনের বাড়ী আদমদীঘি উপজেলার মঠপুকুরিয়া গ্রামে।
গোলাম রব্বানী বলেন, মঙ্গলবার রাত ১০ টার সময় তাঁর ছেলে মনিরুজ্জামানকে সাথে নিয়ে দুপচাঁচিয়া থেকে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ী মঠপুকুরিয়াতে ফিরছিলেন । তাঁরা নশরৎ পুর ভাঙ্গা ব্রীজর নিকট এসে পৌঁছালে ৫/৭ জন মুখোশধারী সন্ত্রাসী তাঁদের মোটরসাইকেলের গতিরোধ করে এবং তাঁকেসহ তাঁর ছেলের হাত-পা ও মুখ বেধে রাস্তার পাশে জঙ্গলে ফেলে রাখে । তারা আমাদের মারপিট করে মোটর সাইকেল, মোবাইল ফান ও নগদ টাকা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। একই সময় তারা মঠপুকুরিয়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে বকুল হোসেনের মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায়। তাকে ও মারপিট করে হাত-পা ও মুখ বেধে জঙ্গলে ফেলে রেখে পালিয় যায় । পরে বকুল হোসেন নিজে হাত-পায়র বাঁধন খুলে আহত অবস্থায় একটি বাড়িতে গিয়ে ঘটনা জানালে স্থানীয় লোকজন এসে গালাম রব্বানী ও তাঁর ছেলেকে উদ্ধার করে।
খবর পেয়ে আদমদীঘি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে । ঘটনার সত্যতা নিশ্চিত করে
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মাস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ মোটরসাইকেল উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।