কালুখালীতে জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
ফেব্রুয়ারি ৪, ২০২৫
0
Comments
81 Views
বোরহান উদ্দিন | রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী জেলাধীন কালুখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল রতনদিয়া ইউনিয়নের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ) বিকাল ৩টায় কালুখালী সরকারী কলেজ মাঠ প্রাঙ্গণে রাজবাড়ী জেলা কৃষকদলের আহবায়ক আয়ুবুর রহমান আয়ুব এর সভাপতিত্বে জেলা কৃষকদলের সদস্য সচিব ভিপি সিরাজুল আলম চৌধুরী সঞ্চালণায় ও উপজেলা কৃষকদলের প্রস্তাবিত সভাপতি আনিস মোল্লার সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত কৃষক সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষকদল নেতা নজরুল ইসলাম বিটু, মোঃ হান্নান খান, ফিরোজুর রহমান, ফিরোজ রহমান টিটু মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে রতনদিয়া ইউনিয়নের চর এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও রূপসা এলাকার কৃষকদের দাবি আলু সংরক্ষনে কোল্ড স্টোরেজ নির্মাণ এছাড়াও ইউনিয়নের অন্যান্য গ্রামের কৃষকদের দাবি তাদের কৃষি পণ্য ন্যায্য মূল্যে বিক্রি করা।