আওয়ামী লীগ নিষিদ্ধের দাবীতে বোচাগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত

লিখন বনিক শুভ, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবীতে দিনাজপুর জেলার বোচাগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় সেতাবগঞ্জ প্রেসক্লাবের সামনে জাতীয় নাগরিক কমিটি বোচাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির বোচাগঞ্জ উপজেলা শাখার প্রতিনিধি মাওলানা এম এ তাফসীর হাসান সহ রাকিব, তালেব, মাসুমা, রফিক, শরীফুল প্রমুখ ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন, বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার সারা দেশে গুম, খুন সহ সাধারন মানুষকে জিম্মি করে রেখেছিল। গত ৫ই আগস্ট দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসররা যেন আর মাথা চাড়া দিয়ে না উঠতে পারে এবং জুলাই ৩৬ এর আন্দোলন যাতে বিফলে না যায় তাই প্রধান উপদেষ্টার নিকট আওয়ামী লীগ নিষিদ্ধ করার জোর দাবী জানান।
বক্তারা আরও বলেন, এমন একটা সময় ছিল যখন বোচাগঞ্জের মাটিতে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারেনি, কোটা বিরোধী আন্দোলনের সময় ছাত্রদের উপরে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করেছিল সেই সব অপশক্তি যেন আর বোচাগঞ্জের মাটিতে ঠাই না পায় সেজন্য সকলকে সজাগ থাকার আহবান এবং আওয়ামী লীগের যে সকল দোসর ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকী ধমকী সহ খোলামেলা ভাবে চলাচল করছে তাদের বিরুদ্ধে প্রশাসন যেনো অবিলম্বেই আইনি ব্যবস্থা গ্রহন করে।