সারাদেশ

চকবাজার কাপাসগোলা জামতলা জামে মসজিদ কমিটির সভা তিন সদস্য স্থগিত ও অব্যাহতি

চট্টগ্রাম ব্যুরো:

চকবাজার কাপাসগোলা জামতলা জামে মসজিদ পরিচালনা কমিটির সভায় তিনজন সদস্যকে স্থগিত ও অব্যাহতি দেওয়া হয়েছে।

১১ ফেব্রুয়ারি মসজিদ কমিটির প্যাডে সাধারণ সম্পাদক আজিজুল হক মঞ্জু এবং সিনিয়র সদস্য আলহাজ্ব আবু আহমেদ স্বাক্ষরিত এক লিখিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

স্থগিত ও অব্যাহতি পাওয়া সদস্যরা:
গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত মসজিদ পরিচালনা কমিটির সভায় সকল কর্মকর্তা ও সদস্যদের সম্মতিক্রমে কমিটির হাজী সেলিম, একরাম হোসেন ও আইনুল হকের সদস্য পদ স্থগিত এবং মসজিদ কমিটির কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, তাদের বিরুদ্ধে পলাতক আওয়ামী লীগের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকা, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার অভিযোগ এবং সিএমপি’র বিভিন্ন থানায় একাধিক মামলার আসামি হওয়ার অভিযোগ রয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,