পঞ্চগড়ে বিধিলংঘন করে জেলা পরিষদের কর্মচারীর নামে অবৈধ দোকান বরাদ্দের অভিযোগ

একেএম বজলুর রহমান ,পঞ্চগড়
পঞ্চগড় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সদস্য ও কর্মচারীদের নামে বিধিমালা ভঙ্গ করে অবৈধ ভাবে দোকান ঘর ভাগ বাটোয়ারা করার খবর পাওয়া গেছে।
অভিযোগ রয়েছে জেলা পরিষদের গেট সংলগ্ন থানা রোডে সাতটি দোকানঘর বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে এমন অনিয়মের খেলায় মেতে উঠেছিল জেলা পরিষদ। স্থানীয় ব্যবসায়ীরা তাদের বরাদ্দ বাতিল করে পুনরায় বরাদ্দের দাবী জানান।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে পরিষদ সংলগ্ন পঞ্চগড় সদর থানা রোডে সাতটি দোকানঘর নির্মান করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জেলা পরিষদ ইজারা বিধিমালা-২০১৭ অনুসরণ করে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে ইজারা দেওয়া। কিন্তু আইনভঙ্গ করে তৎকালীন চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদত সম্রাট, চাকলাহাট এলাকার জশিয়ার রহমান ও হামিদুর রহমানের নামে দুটি দোকানঘর, পঞ্চগড়ের জেলা পরিষদের সদস্য হারেজ আলী, আসাদুর রহমান ও আব্দুল জলিলের নামে দুটি, জেলা পরিষদের সিএ কাম কম্পিউটার অপারেটর সাইদুজ্জামানের মেয়ে মেসার্স মনি এন্ড মনি এন্টারপ্রাইজের নামে একটি, পরিষদের নিম্নমান সহকারি কাম কম্পিউটার অপারেটর আব্দুল মোত্তালেবের ছেলে তাহমিদুর রহমান রিফাতের নামে একটি, অফিসের উচ্চমান সহকারি মোহাম্মদ নুরুল আমিন সরকারের ছেলে আতিকুল্লাহর নামে একটি দোকান ঘর ভাগ বাটোয়ারা করে নেয়। এই বিধিমালার ৭(জ) ধারায় উল্লেখ রয়েছে পরিষদের কোনো সম্পত্তি উহার চেয়ারম্যান, সদস্য বা কর্মচারীর নামে বা বেনামে বা তাহার কোনো আত্মীয়ের নামে ইজারা বা ভাড়া প্রদান করা যাইবে না।
৫ আগস্টের পর পঞ্চগড় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট ও পরিষদের সদস্য হারেজ আলী আত্মগোপনে থাকায় এ প্রসঙ্গে কথা হয়নি। তবে কর্মচারীরা বলেছেন, নিজেদের টাকায় দোকানঘর নির্মান করেছি। পরে জেলা পরিষদ সে দোকানঘর ইজারা দেখিয়েছে।
স্থানীয় দোকানদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই স্থানের বাণিজ্যিক গুরুত্ব অনেক বেশি। তাই জমিতে দোকান ঘর বানিয়ে বেশি টাকায় ভাড়া দেওয়া সম্ভব। নিজেদের স্বার্থ হাসিল করে দোকানঘর ইজারা দেখানো হয়েছে।
এসব অনিয়মের বিষয়ে জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান জানান, আমার জানা নাই। পরিষদে নতুন যোগদান করেছি। খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।