রাত পোহালেই বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলনে,চলছে ব্যপক প্রচারণা
মোঃ মনিরুজ্জামান অনিকঃ বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা শাখার বাংলাদেশজাতীয়তাবাদী দল-বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন দীর্ঘদিন পর আগামীকাল (১২ জুলাই) শনিবার অনুষ্ঠিত হচ্ছে।
ইতোমধ্যে ঠাকুরগাঁও জেলা বিএনপি নির্বাচন কমিশন সম্মেলনঅনুষ্ঠানের সকল আয়োজন সম্পন্ন করেছেন। দুপুর ২টা হতে বিকাল ৫টা পর্যন্ত সমিরউদ্দীন স্মৃতি মহাবিদ্যালয় কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেছেন এ কমিশন। গত ৪ জুলাই একমিশন নির্বাচনের তফসীল ঘোষনার পর তফসীল অনুযায়ী গত ৭ জুলাই ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে নির্বাচন কমিশনের নিকট হতে উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ওসাংগঠনিক সম্পাদকের তিনটি পদে মোট ১২ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। যাচাই- বাছাই শেষে কমিশন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন।
সভাপতি পদে আবু হায়াত নূরন নবী(চেয়ার) ও এ্যাড. আলহাজ্ব সৈয়দ আলম (ছাতা), সাধারণ সম্পাদক পদে ড. টি.এম মাহাবুবব রহমান (ঘোড়া) ও খোরশেদ আলম (মাছ) এবং সাংগঠনিক সম্পাদক পদে মুহিব অয়ন চৌধুরী(সাইকেল), মোহাম্মদ আলী (মোমবাতি), আবু বক্কর সিদ্দিক (ফুটবল), এরফান আলী (ডাব), আব্দুল কাদের (আপেল),সোলেমান আলী (আম) ও মামুন আক্তার সবুর ( আনারস)সহ মোট ১১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাংগঠনিক সম্পাদক পদে মকবুল হোসেন নির্ধারিত সময়ে তাঁর প্রাথীতা প্রত্যাহার করেন।নির্বাচনী রঙিন পোস্টারে ছেয়ে গেছে উপজেলার বিভিন্ন হাট-বাজার। কাউন্সিলে উৎসবমূখর পরিবেশে আটটি ইউনিয়নের মোট ৪৮৯ জন কাউন্সিলর ভোট প্রদান করবেন।
বহুল প্রতীক্ষিত এসম্মেলন ঘিরে বালিয়াডাঙ্গী উপজেলায় বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। ভোটারগণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচনের সুযোগ পেয়েছেন। ইতোপূর্বে একাধিকবার নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ হতে সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হলেও নানা জটিলতায় কাউন্সিল অনুষ্ঠিত হয়নি।অন্যান্য কাউন্সিলরদের মতো ভানোর ইউনিয়নের ওয়ার্ড কমিটির সভাপতি ও কাউন্সিলর আমিরুল ইসলাম জানান,ভোটাররা এ কাউন্সিলে দীর্ঘদিনের পরীক্ষিত, ত্যাগী ও যোগ্য প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করবেন এবং দলের নেতৃত্ব তাঁদের হাতে তুলে দেবেন।
নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য এ্যডভোকেট সারোয়ার হোসেন জানান, “এ সম্মেলনের মাধ্যমে উপজেলা বিএনপির নেতৃত্বে নতুন গতির সঞ্চার হবে বলে আশা করছেন নেতাকর্মীরা। শান্তিপূর্ণ পরিবেশে সফল সম্মেলন আয়োজনে দলীয়ভাবে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।”সম্মেলনে ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দসহ উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।