সবুজ প্রকৃতি গড়ার অঙ্গীকার
ডেস্ক রিপোর্ট:বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর সহযোগিতায় মদন উপজেলার সবুজ সংহতি কমিটি বন ও জলাভূমি,নদী,হাওর,মাছ সুরক্ষার দাবীতে মদন একসিলেন্স একাডেমির হলরুমে সবুজ প্রকৃতি গড়ার অঙ্গীকার নিয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন জোবেদা রহমান ডিগ্রী কলেজের এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মুখলেছুর রহমান।বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা জনাব আব্দুল আহাদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কল্পনা আক্তার,সবুজ সংহতির সদস্য সচিব নুরে আলম সিদ্দিকী, শিক্ষিকা স্বপ্না আক্তার,পাপিয়া সুলতানা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সানভি রহমান, সামাজিক সংগঠন নবধারা’র প্রতিনিধি নাফিসা আনজুম প্রাপ্তি, সাংবাদিক পরিতোষ দাস।
সাংবাদিক পরিতোষ দাস বলেন,“আমরা পরিবেশের মাটি পানি শব্দ বায়ুকে দূষণ করে মানুষের জন্য অনিরাপদ একটি পরিবেশ তৈরী করছি। বনকে ধ্বংস করে মাটির ক্ষয় বাড়িয়ে দিচ্ছি। আমরা বড় বড় বিল্ডিং তৈরী করছি। কিন্তু পরিবেশের কথা চিন্তা করে কাজ করছিনা। প্রাণ প্রকৃতিকে ভালো রেখেই আমাদেরকে কাজ করতে হবে। ”
প্রধান অতিথি জোবেদা রহমান ডিগ্রী কলেজের এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মুখলেছুর রহমান বলেন,“সমতল ও হাওরের মাটি ভালো নেই। পানির জায়গা হাওরে পানির সংকট। দেশ কি মরুভূমি হয়ে যাবে। হাওর ও নদীতে আষাঢ় মাসেও পানিশূন্য থাকে। হাওরে মাছের প্রজনন কমে যাচ্ছে। হিজল করচের বন নেই। হাওরের মাছকে বাঁচাতে বিষের ব্যবহার কমিয়ে আনতে হবে।”
সবুজ সংহতির সদস্যসচিব শিক্ষক নুরে আলম সিদ্দিকী বলেন, বাস্তুতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে বিষের ব্যবহার কমিয়ে আনতে হবে। বিষ মাটি পানি বায়ুকে নষ্ট করে ফেলে। গাছ আমাদের অক্সিজেন দেয়, দুর্যোগ থেকে বাঁচায় সবাই মিলে গাছ লাগাবো,তালগাছ রোপন করবো। মাটির যত্ন নিলে মাটি আমাকে ফসল দেবে। ”
বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান বলেন,“নেত্রকোনা অঞ্চলের শত নদী, হাওর, পুকুর আজ পানি শূন্য,সীমান্তের পাহাড় আজ গাছ শূন্য। পরিবেশের সকল উপাদানকে নষ্ট করে আমরা ভালো থাকতে পারিনা। মাটিকে পুনরুদ্ধার করতে হবে, মাটিকে ভালো রাখলে মাটিই আমাদের খাদ্য দেবে”।
অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন সবুজ সংহতি কমিটির আহ্বায়ক প্রভাষক ইমাম হোসেন মেহেদী। সঞ্চালনায় ছিলেন বারসিকের মদন উপজেলা সমন্বয়ক মো.আলমগীর।