সারাদেশ

সাতক্ষীরায় রমজান মাস জুড়ে ১০০ টাকায় বিক্রি হবে গরুর মাংস

মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা ::
পুরো রমজান মাস জুড়ে সাতক্ষীরায় চালু করা হয়েছে সুলভ মূল্যের বাজার। এখানে গরুর মাংস, দুধ ও ডিম সাশ্রয়ী দামে বিক্রি করা হচ্ছে। যা সাধারণ মানুষের জন্য একটি বড় সুযোগ। আর এই বাজারে ক্রেতারা মাত্র ১০০ টাকায় গরুর মাংস কিনতে পারবেন।
শনিবার (১ মার্চ) সাতক্ষীরা শহরের সংগীতা মোড়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনে এই বিশেষ বাজার কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সাতক্ষীরা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিষ্ণুপদ বিশ্বাস ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুস সাকিব।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিষ্ণুপদ বিশ্বাস বলেন, রমজান মাসে সাধারণ মানুষের জন্য স্বল্পমূল্যে পুষ্টিকর খাদ্য নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এই উদ্যোগের মাধ্যমে মানুষ স্বল্প খরচে গরুর মাংস, দুধ ও ডিম ক্রয় করতে পারবে।
মাসব্যাপী এই বাজারে গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা, দুধ ৭০ টাকা প্রতি লিটার এবং ডিম প্রতি পিস ৯ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করা হবে। সময়ের সঙ্গে এসব পণ্যের দাম কিছুটা ওঠানামা করতে পারে বলে জানানো হয়েছে। বিশেষ সুবিধা হিসেবে ক্রেতারা মাত্র ১০০ টাকায় গরুর মাংস কিনতে পারবেন। সাতক্ষীরার সাধারণ মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং তারা মনে করছেন, এই বিশেষ বাজার রমজান মাসে অনেকের জন্য বড় সহায়ক হবে।
বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বাড়ছে, সেখানে এই সুলভ মূল্যের বাজারে স্বল্পমূল্যের গরুর মাংস, দুধ ও ডিম পেলে অনেক উপকার হবে ক্রেতা সাধারণের।
ক্রেতা বজলু শেখ বলেন, রমজান মাসে খাবারের ব্যয় বেড়ে যায়। কিন্তু এই বাজারের কারণে আমরা সহজে প্রয়োজনীয় পণ্য কিনতে পারছি। এটি খুবই ভালো উদ্যোগ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,