সারাদেশ

এবি পার্টির উদ্যোগে চৌগাছা হাসপাতালের স্বাস্থ্যসেবা উন্নয়নে ৬ দফা দাবির স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার – মেহেদী হাসান শিপলু – চৌগাছা (যশোর)

যশোরের চৌগাছা উপজেলার ১০০ শয্যা হাসপাতালে রোগীদের স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ( প্রতিমন্ত্রী পদমর্যাদা ) অধ্যাপক ডা. সায়েদুর রহমানের নিকট এবি পার্টির কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ ৬ দফা দাবীর স্মারকলিপি দেন । এসময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমানের নিকট চৌগাছাবাসীর স্বাস্থ্য সেবার মান উন্নয়নে ডাক্তারসহ ৭৪ জন কর্মকর্তা নিশ্চিত করা, হাসপাতালের অভ্যন্তরে একটি সরকারী ঔষধ বিক্রয় কেন্দ্র স্থাপন, রোগীর সাথে আসা স্বজনদের থাকার সু-ব্যবস্থার জন্য হাসপাতাল কতৃপক্ষের নিয়ন্ত্রণে একটি আবাসিক হোস্টেল নির্মাণ, গ্রাম‍্য ভুয়া ডাক্তারের ( ডেন্টাল সহ ) বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা ও গণসচেতনতা বৃদ্ধি করা, মানহীন ও লাইসেন্সবিহীন প্রাইভেট ক্লিনিকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, উপ-স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকগুলোকে সচলসহ নিয়মিত তদারকি করার দাবী জানান । এসময় স্বাস্থ্য সেবা বিভাগের সহকারী উপদেষ্টা দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস জানান এবং হাসপাতালের অভ্যন্তরে রোগীর স্বজনদের জন্য আবাসিক ভবন নির্মাণের প্রস্তাবকে সাধুবাদ জানিয়ে বলেন আমরা পাইলট প্রকল্প হিসেবে এই দাবী নিয়ে কাজ করবো । এসময় স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব সাইদুর রহমান উপস্থিত ছিলেন এবং দাবীগুলো দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,