এ বছর কচুয়াতে এসএসসি পরীক্ষায় অংশ নিবেন ৯৬১ জন

কচুয়া(বাগেরহট) প্রতিনিধি।।
এবছর কচুয়া উপজেলায় স্কুল, মাদ্রাসা ও কারিগরি পর্যায়ে মোট ৯৬১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে স্কুল পর্যায়ে ৬৪৩ জন, মাদ্রাসা পর্যায়ে ২৪৪ জন ও কারিগরি বিভাগ থেকে ৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। আগামীকাল ১০ এপ্রিল সকাল ১০ টায় বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারী বলেন, এ বছর মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়, কচুয়া দাখিল মাদ্রাসা, সরকারি সিএসপাইলট মাধ্যমিক বিদ্যালয় এই তিনটি কেন্দ্রে ৯৬১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তবে এর বাইরেও কিছু অনিয়মিত পরিক্ষার্থী রয়েছে।
কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ঠিক রাখার জন্য কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদের পক্ষ থেকে সরাসরি নির্দেশনার পাশাপাশি এ বিষয়ে মাইকিং করা হয়েছে।