রাজনীতি

কর্ণফুলীতে বিএনপির সাবেক আহ্বায়ক এসএম মামুন মিয়ার সদস্যপদ স্থগিতের আদেশ প্রত্যাহার করায় বিএনপির বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

কর্ণফুলী প্রতিনিধি,চট্টগ্রাম
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এসএম মামুন মিয়ার সদস্যপদ স্থগিতের আদেশ প্রত্যাহার করায় বিএনপির বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার শিকলবাহা ইউনিয়নের কলেজ বাজার এজে চৌধুরী ডিগ্রী কলেজ মাঠে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিশাল আনন্দ র‌্যালি করেন উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মইজ্জ্যেরটেক চত্বরে গিয়ে শেষ হয়।
সভায় রাখেন কর্ণফুলী উপজেলা বিএনপির আহবায়ক এস এম মামুন মিয়া, দক্ষিণ জেলা বিএনপি সাবেক সিনিয়র সদস্য এডভোকেট এসএম ফোরকান, কর্ণফুলী উপজেলা বিএনপির সদস্য সচিব হাজ্বী মো. ওসমান, সিনিয়র যুগ্ম আহবায়ক ডা. গিয়াস উদ্দিন ফারুকীর ফায়সাল, যুগ্ম আহবায়ক আব্দুল গফুর মেম্বার, সোলায়মান দোভাষী, আব্দুল কাদের সুজন, আলী আব্বাস, দক্ষিণ জেলা ছাত্র দলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ।
এসময় উপস্থিত ছিলেন সদস্য আবু তৈয়ব কনট্রাকটর, এজাবত উল্লাহ, সালেহ জহুর, ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস হায়দার, কাজী মঈন উদ্দীন টিপু, এটিএম হানিফ, সাধারণ সম্পাদক মো. আবু তাহের, মো. সালাউদ্দিন, এসএম ফারুক হোসাইন, সেলিম খান, মনির মুন্সী, সাংগঠনিক সম্পাদক ওয়াসিম সওদাগর, আলমগীর বিন হোসাইন, জেলা যুবদলের দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক এম শফিউল করিম শফি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাঈনুদ্দীন মনির, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মো. আলমগীর, সহ সাংগঠনিক সম্পাদক মো. সেলিম, বিএনপি নেতা জসিম উদ্দিন জুয়েল, উপজেলা যুবদলের আহবায়ক মো. নুরুল ইসলাম মেম্বার, সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম শামীম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. ফারুক, সদস্য সচিব দিদারুল আলম, উপজেলা শ্রমিক দলের সভাপতি তৈয়বুল আলম আংকুর, সাধারণ সম্পাদক মো. মনির, উপজেলা কৃষক দলের আহবায়ক আব্দুল মন্নান খান, সদস্য সচিব বাহারুল ইসলাম প্রমূখ।
প্রসঙ্গ; গত ৫ আগস্ট সরকার পতনের পর চট্টগ্রামে এস আলর বিলাসবহুল গাড়ি সরানোর কাণ্ডে বিএনপির চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, সাবেক ১ নম্বর যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম ও কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম মামুন মিয়াসহ তিন নেতাকে সতর্ক করে তাঁদের প্রাথমিক সদস্যপদ স্থগিত রাখে দল। গত বুধবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক তিনটি চিঠিতে এই স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়ার খবরে আনন্দে মিষ্টি বিতরণ ও বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়।

You may also like

রাজনীতি

বানারীপাড়া পৌরসভায় নয়ন বেগমকে সভাপতি ও মাধবীকে সম্পাদক করে পৌর মহিলা দলের কমিটি গঠন

  • নভেম্বর ১৬, ২০২৪
বানারীপাড়া প্রতিনিধ। বরিশালের বানারীপাড়া পৌরসভায় নয়ন বেগমকে সভাপতি ও মাধবী খানমকে সাধারণ সম্পাদক করে পৌর মহিলা দলের কমিটি গঠন করা
Uncategorized রাজনীতি

পিরোজপুরে জিয়া মঞ্চের নব গঠিত আহ্বায়ক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি:জিয়া মঞ্চ পিরোজপুর জেলা শাখার নব গঠিত আহ্বায়ক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১০ টায়