সারাদেশ

চাঁদপুরে ইলিশের দাম জনসাধারণের নাগালের বাহিরে

মোঃ রাজন পাটওয়ারী, চাঁদপুর:
চাঁদপুরে ইলিশের দাম যেন আকাশ ছোঁয়া। গত সপ্তাহের তুলনায় কেজিতে বেড়েছে ৫০০-৬০০ টাকা। মৌসুমের শেষের দিকেও চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে কাঙ্খিত ইলিশ পাচ্ছে না জেলেরা। ফলে এর প্রভাব পড়েছে চাঁদপুর মাঝঘাটে।

গত সপ্তাহের তুলনায় কেজিতে বেড়েছে ৫০০ থেকে ৬০০ টাকা। আজ শুক্রবার (২২ নভেম্বর) এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৪০০-২৫০০ টাকায়, ৭শ-৯শ গ্রাম ওজনের ইলিশ কেজিপ্রতি ১৯০০-২০০০ টাকা এবং ৬শ গ্রামের ইলিশ ১৬শ-১৭ টাকা দরে বিক্রি হচ্ছে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে চাঁদপুরে ইলিশ কিনতে আসা ক্রেতারা জানায়, ইলিশের মৌসুমের মৌসুমীর শেষের দিকে ইলিশের দাম ক্রেতাদের নাগালের বাইরে, দাম আঁকাশ ছোঁয়া। তারা ইলিশ কিনতে না পেরে বিভিন্ন প্রজাতির মাছ পাঙ্গাস, আইড়, রুই কাতল ও চিংড়ি মাছ ক্রয় করে নিয়ে যাচ্ছে।

অপরদিকে, ব্যবসায়ীরা বলছেন, আজ ১৫ থেকে ২০ মন ইলিশ ঘাটে আসে। ইলিশের সরবরাহ কম থাকালেও পাঙ্গাস, আইড়, রুই কাতল ও চিংড়ি মাছের সরবরাহ বেড়েছে। আর যে অল্প পরিমাণ ইলিশ ঘাটে আসছে তাও চড়া দাম বলে জানান তারা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,