চাঁদপুর ফরিদগঞ্জে দুর্বৃত্তের গুলিতে সেলসম্যান নিহত
মো: রাজন পাটওয়ারী, স্টাফ রিপোর্টার চাঁদপুর:
চাঁদপুরের ফরিদগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে রুহুল আমিন (৩৫) নামে এক সেলসম্যান নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের সমিতির পোল এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত রুহুল আমিন ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব বড়ালি গ্রামের মিজি বাড়ির হোসেন মিজির ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সিটি কোম্পানির বেঙ্গল গ্রুপের সেলসম্যান হিসেবে উপজেলার বিভিন্ন বাজারে পণ্য সরবরাহ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে গৃদকালিন্দিয়া সড়ক থেকে এক ব্যক্তি দৌড়ে এসে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করতে থাকেন। কিছুক্ষণ পরই মোটরসাইকেলে আসা দুজন অস্ত্রধারী লোক তার পেছন পেছন ভেতরে ঢোকে। মুহূর্তের মধ্যে গুলির শব্দ শোনা যায় এবং তারা দ্রুত পালিয়ে যায়।
এসময় ব্রিজের পাশে মাছ ধরছিলেন স্থানীয় যুবক সোহেল। দুর্বৃত্তরা পালানোর সময় তিনি বাধা দিলে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। ওই সময় গুলিবিদ্ধ হয়ে রুহুল আমিন মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাটি চোখের পলকে ঘটে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
খবর পেয়ে ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ আলম পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বলেন, “এটি ডাকাতির ঘটনা নাকি অন্য কোনো কারণ, তা আমরা খতিয়ে দেখছি। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও আটক করতে পুলিশ কাজ শুরু করেছে।”
পরে চাঁদপুরের পুলিশ সুপার আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান ও হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেলের এএসপি মুকুর চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, প্রকাশ্যে গুলি করে হত্যার এ ঘটনা এলাকায় আগে কখনো ঘটেনি। তারা দ্রুত অপরাধীদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন।


