সারাদেশ

ঝিনাইদহ কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে  কৃষকের বাড়ির চারপাশ ঘিরে দিলো প্রতিবেশীরা

মোঃ হামিদুজ্জামান জলিল জেলা প্রতিনিধি ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল মজিদ নামে এক কৃষকের বাড়ির চারপাশ তারকাটা দিয়ে ঘিরে দিয়েছ প্রতিপক্ষ প্রতিবেশীরা। বাড়ির চারপাশ ঘিরে দেওয়ায় তারা বাড়ি থেকে প্রয়োজনীয় কাজে বাইরে
যাতায়াত করতে পারছে না। ফলে চরম বিপাকে পড়েছে পরিবারটি। বিষয়টি সমাধানের জন্য কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ঐ অভিযোগের মাধ্যমে বাদী উল্লেখ করেন, কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের আড়ুয়াশলুয়া গ্রামের মৃত বিলাত আলীর ছেলে মুক্তার আলী ও আব্দুর রাজ্জাক এবং মৃত আব্দুল আজিজের ছেলে ইদ্রীস আলী ও কামাল হোসেন তফসিল ও খতিয়ান অনুযায়ী আমার জমির সাথে থাকা ২১ শতক জমি পাবে। কিন্তু তাদের নামীয় ২১ শতক জমি না নিয়ে, আমার ও আমার স্ত্রী নামীয় সম্পত্তির মধ্যে হইতে জমি জোরপূর্বক নেওয়ার চেষ্টা চালিয়ে আসছে। আমি ও আমার পরিবার তা বিবাদীদের দিতে না চাইলে বিবাদীরা বিভিন্ন সময় আমাদেরকে অকথ্য ভাষায় গালি-গালাজ করে,প্রাণনাশের হুমকি দেই ও মারধর করে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা করলেও তারা কর্ণপাত করে না। ফলে আমি বিজ্ঞ আদালত ঝিনাইদহে হাজির হয়ে বিবাদীদের বিরুদ্ধে মামলা দায়ের করি। এরই ধারাবাহিকতায় গত ২ ডিসেম্বর সকালে বিবাদীরা আমার বসত বাড়ীর চারিপাশ তারের বেড়া দিয়ে ঘিরে দেয়। এখন আমি ধানের মাঠে থাকা আমাদের চাষকৃত ধান আনতে পারছি না। আমরা আমাদের বাড়ী হইতে ঠিকমত আসা যাওয়া করতে পারছি না। আমার ছেলের স্কুল পড়ুয়া দুই মেয়ে স্কুলে যেতে পারছে না। বর্তমানে আমরা গৃহবন্দি অবস্থায় আছি।লিখিত অভিযোগের ১ নং বিবাদী মুক্তার আলীর সাথে কথা হলে তিনি জানান, আমি জমি পাবো ২১ শতক। কিন্তু আমি একশতক কম নিয়েছি। যে সকল অভিযোগ আমার বিরুদ্ধে করেছে তা আপনি গ্রামে এসে তদন্ত করে দেখেন। যদি এর কোন সত্যতা পান তাহলে আমি তার পায়ে ধরে মাফ চেয়ে নেব। মারধর দোকানপাট ভাঙচুররে অভিযোগও  সত্য নয় বলে তিনি দাবি করেন। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট ইউনিয়নের প্রশাসককে অভিযোগের ব্যাপারে তদন্ত করে দেখার জন্য বলেছি।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং