নিজ গ্রামে সংবর্ধনা পেলেন অননুর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৪ চ্যাম্পিয়ন দলের ক্রিকেটার আল ফাহাদ।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
নিজ গ্রামে সংবর্ধনা পেলেন অননুর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৪ চ্যাম্পিয়ন দলের ক্রিকেটার আল ফাহাদ।নিজ গ্রামে সংবর্ধনা পেলেন অননুর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৪ চ্যাম্পিয়ন দলের ক্রিকেটার আল ফাহাদ।নিজ গ্রাম ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের দরাপপুরে সংবর্ধিত হয়েছেন অননুর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৪ চ্যাম্পিয়ন দলের ক্রিকেটার আল ফাহাদ।স্থানীয় কমল সংসদের উদ্যোগে ০৩ জানুয়ারী শুক্রবার বিকেলে মমতাজ মিয়া জামে মসজিদ প্রাঙ্গনে এই সংবর্ধনা দেয়া হয়।সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাপ্তাহিক কলকণ্ঠ সম্পাদক ও প্রকাশক এডঃ শহীদুল আলম ইমরান।দাগনভূঞা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন ভূঁইয়া হুদনের সভাপতিত্বে অনুষ্ঠাে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়িক সমাজসেবক বিএনপি নেতা পেয়ার আহমদ আকাশ,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মনসুর আহমেদ সম্রাট,সাবেক ইউপি সদস্য আবদুর রব মোল্লা, ডাক্তার মোজাম্মেল হক,ব্যবসায়ী একরামুল হক মানিক, আশ্রাফন হোসেন,নুরুল আমিন,শাহদাৎ হোসেন, এডভোকেট আশিক এ এলাহি,সাংবাদিক আবদুল্লাহ আল মামুন।অনুষ্ঠানের শুরুতেই আল ফাহাদকে ফুল দিয়ে বরণ করা হয়।পরে ক্রেস্ট দিয়ে তাকে সম্মাননা জানান এলাকাবাসী।সংবর্ধনার জবাবে আল ফাহাদ বলেন,আমার নিজ এলাকা বাসী আমাকে সংবর্ধিত করায় আমি কৃতজ্ঞ।এতে আমার উৎসাহ উদ্দীপনা আরো অনেক বেড়ে গেছে।আগামীতে আরো ভালো খেলে বাংলাদেশ কে বিশ্বের দরবারে পরিচিত করতে চাই।আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন এগিয়ে যেতে পারি।আমার এলাকাকে জাতীয়ভাবে পরিচয় করতে পারি।পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের জুনাবালি আলিম মুন্সিবাড়ি জাকির হোসেন স্বপনের ছেলে অননুর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৪ চ্যাম্পিয়ন দলের ক্রিকেটার আল ফাহাদ।