নীলফামারী’তে দুই সন্তানের জননী গলায় ফাঁস লাগানো ঝুলন্ত নারীর মরদেহ উদ্ধার

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারী ডিমলা উপজেলায় বর্ষা মনি (২৬) নামের এক নারীর গাছের সঙ্গে ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) সকাল বেলা ডোমার-ডিমলা ফরেস্ট এলাকায় ঘটনা’টি ঘটে।
ডোমার থানাধীন মটুকপুর ইউনিয়ন ‘এর মেলাপাঙ্গা গ্রামের দুলু মিয়ার কন্যা। বর্ষা মনি
ঘটনাস্থলে খবর পেয়ে ডোমার ও ডিমলা থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ডোমার থানায় নিয়ে যান।
এলাকাবাসী’র কাছে জানা যায়, ডিমলা উপজেলা’র নাউতারা ইউনিয়ন এর’ বাসিন্দা সাদ্দাম হোসেন ‘এর সঙ্গে তার বিবাহ-বন্ধনে আবদ্ধ হয় এবং বর্ষা মনি দুই সন্তানের জননী, প্রায় ২/৩ মাস যাবত বর্ষা মনি তাঁর পিতা বাড়ীতে অবস্থান করছেন।
এই বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী গণমাধ্যম কর্মী’দের বলেন, মরদেহ ডোমার থানাধীন হওয়ায় আমরা ডোমার থানায় হস্তান্তর করি।